Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সম্মাননা

#শিরোনাম___প্রিয়জন_না_প্রয়োজন
#কলমে_গৌরী_পাল
#বিভাগ_কবিতা
২৯/৪/২০২০

প্রয়োজন আর প্রিয়জন এর
সীমারেখা বড্ড সরু ,
প্রিয়জন প্রয়োজন হয়ে উঠুক
এটাই বাস্তব মেরু ।

দুঃখ থেকে কবিতা জন্মায়
দুঃখ জীবন চেনায়  ,
প্রয়োজনে প্রিয়জন চেনা…


#শিরোনাম___প্রিয়জন_না_প্রয়োজন
#কলমে_গৌরী_পাল
#বিভাগ_কবিতা
২৯/৪/২০২০

প্রয়োজন আর প্রিয়জন এর
সীমারেখা বড্ড সরু ,
প্রিয়জন প্রয়োজন হয়ে উঠুক
এটাই বাস্তব মেরু ।

দুঃখ থেকে কবিতা জন্মায়
দুঃখ জীবন চেনায়  ,
প্রয়োজনে প্রিয়জন চেনা যায়
দুঃখের বাস্তবতায় মানুষ চেনায়।

মানুষ চিনতে যদি
একটু ভুল হয়ে যায় ,
যাকে প্রিয়জন ভাবো
সেই তোমাকে ঠকায়।

প্রয়োজন কদিনের জন্য
প্রিয়জন সারা জীবনের জন্য,
প্রয়োজনে যে প্রিয়জন
সে তো প্রিয়জন নয়।

প্রয়োজনে প্রিয়জন
সময় ফুরালে কোনজন ,
প্রয়োজনের উদ্ধে আমি
তুমি কি প্রিয়জন?
 
গৌরী পাল