Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দকুমার এর বিধায়ক মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রাণ তহবিলে চেক তুলে দেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হাতে

করোনা ভাইরাসের বিরুদ্ধে রাজ্য সরকারের এ যেন এক সংগ্রাম লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি মানুষের কাছে তাই আবেদন করেছিল ত্রাণ সাহায্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে নন্দকুমার বিধা…



করোনা ভাইরাসের বিরুদ্ধে রাজ্য সরকারের এ যেন এক সংগ্রাম লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি মানুষের কাছে তাই আবেদন করেছিল ত্রাণ সাহায্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে নন্দকুমার বিধানসভা এলাকার জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতি, 15 টি গ্রাম পঞ্চায়েত, কিছু সমবায় সমিতি, ক্লাব সংগঠনসহ 53 টি চেক যার আর্থিক মূল্য 5 লক্ষ 13 হাজার 877 টাকা। নন্দকুমার এর বিধায়ক সুকুমার দে মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রাণ তহবিলে চেক তুলে দেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষের হাতে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শিবানী দে কুন্ডু, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যরা।বিধায়ক সুকুমার দে ব্যক্তিগত 25 হাজার টাকার চেক  মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এদিন দেন।