Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক প্রতিযোগিতা

#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পড়ব_০৫
#বিষয়ঃছবির_ভেলায়_ভাসাই_কলম
#কবিতাঃসংশয়
#শিমলা

 এলোচুলে উদ্দামতার নৃত্য,
আঙ্গুলের অমায়িক ধারায় অন্তরঙ্গতার শিখর ছোঁয়া আর্তি,
ভালোবাসি তোমায়.......
প্রসারিত আহবানে চোখের কাজলে নীলচে আস্তরণ,
প্রত্মতাত্…


#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পড়ব_০৫
#বিষয়ঃছবির_ভেলায়_ভাসাই_কলম
#কবিতাঃসংশয়
#শিমলা

 এলোচুলে উদ্দামতার নৃত্য,
আঙ্গুলের অমায়িক ধারায় অন্তরঙ্গতার শিখর ছোঁয়া আর্তি,
ভালোবাসি তোমায়.......
প্রসারিত আহবানে চোখের কাজলে নীলচে আস্তরণ,
প্রত্মতাত্বিক ভয়াবহতা জমে আছে ধুলায়,
ভালোবাসি আমি....
তোমার পায়ের ছাপে পা ফেলবো বলে অভ্যাসের আহাজারি,
নিমগ্নতা থমকে থাকে না,
ধ্যানী বলে উড়ার চৈতন্যবিহীন মননে অচেনা ক্লান্তি,
চলো এগিয়ে যায়....
উষ্ণতার গায়ে রঙের আলোয়ান,
তোমার আমার বিবেচ্য আবেগ,
মায়া নিঃশ্বাস ফেলে অবিরত,
আগত বিশ্বাস অশ্রু ফেলে অগোচরে,
দূরের পথে অমাবস্যা পূর্ণিমার কাটাকাটি শেষে ও পড়ে থাকে আলো,
ওইখানে সংসার পাতবো!