সাপ্তাহিক প্রতিযোগিতা--০৩
মধুর মেয়েবেলা
নীতা কবি
26/3/2020
আমাদের জীবনে কতো বেলা থাকে, বেলা এবং অবেলা
কৈশোর বেলা, বৃদ্ধবেলা আর থাকে ছোট্ট ছেলেবেলা
ছেলেদের যদি ছেলেবেলা থাকে, মেয়েদের থাকে মেয়েবেলা
এই বেলাটাই সবচেয়ে প্রিয়, স্নেহ-ভ…
সাপ্তাহিক প্রতিযোগিতা--০৩
মধুর মেয়েবেলা
নীতা কবি
26/3/2020
আমাদের জীবনে কতো বেলা থাকে, বেলা এবং অবেলা
কৈশোর বেলা, বৃদ্ধবেলা আর থাকে ছোট্ট ছেলেবেলা
ছেলেদের যদি ছেলেবেলা থাকে, মেয়েদের থাকে মেয়েবেলা
এই বেলাটাই সবচেয়ে প্রিয়, স্নেহ-ভালোবাসা দেয় দোলা।
ছোট্ট মেয়েটি উঠোনের ধারে কতো কি যে নিয়ে খেলা করে
মায়ের আদর, বাবার স্নেহ শিশিরের মতো ঝরে পড়ে
একদিন খুকু ইস্কুলে যায়, দেখে স্বপ্নের পাঠশালা
সখীদের সাথে খুনসুটি আর উচ্ছ্বলতায় প্রাণখোলা।
ছোটবেলাকার পুতুলখেলা, বৌ-বৌ সাজে মন কাড়ে
বড়ো হয়ে তারও সংসার হবে, সুপ্ত-বাসনা মনে বাড়ে
চু-কিৎ-কিৎ, হা-ডুডু খেলা, গাঁয়ের পুকুরে স্নান করা
নাচ-গান শেখা, সরস্বতী পূজো, আরও কতো কি যে প্রাণভরা।
সেই নিশ্চুপ শান্ত-দুপুরে আঁচার চুরির ছক-কষা
লাল-ফিতে দিয়ে চুল বাঁধা আর পড়ার টেবিলে চক-ঘষা
ছোট্টবেলার সেই সুখস্মৃতি ফিরে ফিরে আসে, চোখে ভাসে
বড়-বেলাতে মন চায় যেন ছোটবেলাটাই ফিরে আসে
দোল-উৎসব, গাজনের মেলা কতোরকমের সুখস্মৃতি
স্মৃতির সাগরে ডুব দিয়ে খুঁজি মেয়েবেলাকার সেই রীতি
যত দিন যায় হারায়ে খুঁজি ছোট্টবেলার ফাজলামি
আর কি কখনো পাবো সে জীবন?যতই খুঁজি এই আমি।
Copyright@nitakabi
21/3/2020