#প্রেমময়_সৌন্দর্য্য
কলমে- শৈলেন মন্ডল
২৪.০৩.২০২০
তোমার শরীরের ঘ্রান নেওয়া গন্ধটায় এক অপরূপ মাদকতা আসে ফিরে ফিরে।
চলে যাই সুখের সাম্রাজ্যে অমৃতলোকের পরশ নৈসর্গিক সুখ আহরনে।
সব মাদকতাকে ছাপিয়ে হৃদয়ে আনে পরম অতলান্তিক সুখের নান্দনি…
#প্রেমময়_সৌন্দর্য্য
কলমে- শৈলেন মন্ডল
২৪.০৩.২০২০
তোমার শরীরের ঘ্রান নেওয়া গন্ধটায় এক অপরূপ মাদকতা আসে ফিরে ফিরে।
চলে যাই সুখের সাম্রাজ্যে অমৃতলোকের পরশ নৈসর্গিক সুখ আহরনে।
সব মাদকতাকে ছাপিয়ে হৃদয়ে আনে পরম অতলান্তিক সুখের নান্দনিক পেলবতাময় আশাতীত ভালোবাসাময় সমৃদ্ধি।
ভিজে মাটির যেমন এক মাধুর্যতাময় সোঁদা গন্ধ আছে যার দ্বারা প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যের ধারক হয়ে আবহমান কাল বিরাজ করে, ঠিক তেমনি।
প্রকৃতির মতো তোমার সৌন্দর্যটাও অপরূপ সুন্দর পরিপাটি করে সাজানো, ঠিক যেমন ঘাসের আগায় এক অপূর্ব শোভা বর্দ্ধনকারী বিন্দু বিন্দু জলের ফোঁটা দেখতে পাই যেমন আমরা।
প্রকৃতি যেমন অম্লান বদনে তার অপরূপ শোভা দান করে,ঠিক তেমনি তুমিময় তুমিটাও যেন এক শুভ মুহূর্তের ঈশ্বরিক দান।
তোমার শোভায় আজ ভালোবাসাময় ভালোবাসাটাও এই ফাগুনের আগুন রাঙা পলাশের মতো সৌন্দর্য্য মন্ডিত করে।
প্রকৃতির মতো ঈশ্বরও যেন তোমায় সবকিছু দিয়ে সু -সজ্জিত করে পাঠিয়েছেন মর্তলোকের মোহর কুঞ্জে।
অতলান্তিক মনের অতলে এক প্রশান্তিময় অবয়ব খুঁজে পেয়েছি।
শরীরের স্পর্শতায় নয় মনের যত্নতায়,সোহাগে শাসনে তোমার মধ্যেই আজীবন বিলীন হয়ে থাকতে চাই।