Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মান

শিরোনামঃ চৈত্র সংক্রান্তি
কলমেঃ সুপ্রিয় কুমার বড়ুয়া
তারিখঃ ১৩/০৪/২০২০

চৈত্রের ক্লান্তি লগ্নে তোমার দেখা পাই
নিমপাতা আর ফুল দিয়ে তোমাকে সাজাই।
ঘরের দরজায় টাঙিয়ে তোমায় প্রণাম জানাই,
বিকাল বেলা বর্ষ বিদায় অনুষ্ঠানে যাই,
ঢাক- ঢোল আর…


শিরোনামঃ চৈত্র সংক্রান্তি
কলমেঃ সুপ্রিয় কুমার বড়ুয়া
তারিখঃ ১৩/০৪/২০২০

চৈত্রের ক্লান্তি লগ্নে তোমার দেখা পাই
নিমপাতা আর ফুল দিয়ে তোমাকে সাজাই।
ঘরের দরজায় টাঙিয়ে তোমায় প্রণাম জানাই,
বিকাল বেলা বর্ষ বিদায় অনুষ্ঠানে যাই,
ঢাক- ঢোল আর নাচ গানে তোমাকে বিদায় জানাই।
বাসায় এসে মায়ের হাতের নাড়ু,ছিঁড়া, মুরি পেট ভরে খাই।
নতুন কেনা জামা কাপড়ে শুধু চোখ বুলাই
কখন সকাল হবে নতুন কাপড় পরার এই ভাবনায় ঘুমাতে যাই,
করোনা নামের এক অপদার্থ এল এখন দেশে
বিদায় তোমায় দেওয়া হল না ঠিক আগের বেশে
জামা কাপড় কেনা হল না মার্কেট বন্ধ তাই
ঢাক- ঢোল এবার বাজবে না করোনা এল ভাই
কার ও মনে শান্তি নাই, চিন্তা মগ্ন সবাই
কখন আসবে সুদিন, আবার বাজবে বিয়ের সানাই।
আগের মত ঘুরব ফিরব চলব সবাই একসাথে
এই ভাবনায় দিন যায় রাত আসে।
তোমার সাথে এবার তুমি করোনা কে নাও
বিশ্বটাকে শান্ত করে দিনটা বদলাও
কথা দিলাম আগামীবার তোমার জন্য সাজাব ডাবল ডালা,
এবার তোমায় খালি হাতে বিদায় দেবার পালা।
শূন্য হাতে,অশান্ত মনে দিলাম তোমায় বিদায়
বৈশাখ টাকে ভাল করে পাঠাও এবার ভাই
বিদায় ১৪২৬ তোমাকে বিদায়।।