Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মান

#জমে_থাকা_ধূলো
#শিমলা
নিশ্চিহ্ন হয়না চিরন্তনের আবেগ, স্তরীভূত  শিলার গা ঘেষে বেড়ে ওঠা অঙ্কুরিত বীজে পাতার বুনন, পাখার প্রসারিত ভালোবাসা ওড়ায় পাখিকে, দুইঠোঁটের মাঝখানে খড়কুঁঠো আকঁড়ে ধরে আবাসনের প্রচেষ্ঠা, খেয়াল বেখেয়াল কোনটায় মুখ…


#জমে_থাকা_ধূলো

#শিমলা

নিশ্চিহ্ন হয়না চিরন্তনের আবেগ,
স্তরীভূত  শিলার গা ঘেষে বেড়ে ওঠা অঙ্কুরিত বীজে পাতার বুনন,
পাখার প্রসারিত ভালোবাসা ওড়ায় পাখিকে,
দুইঠোঁটের মাঝখানে খড়কুঁঠো আকঁড়ে ধরে আবাসনের প্রচেষ্ঠা,
খেয়াল বেখেয়াল কোনটায় মুখ্য নয়।

তেপান্তরের হাওয়ায় বাসনার আক্ষেপে কেটে গেছে সময়,
মধ্যগগনে চাঁদের আলোর ধূমায়িত সৌন্দর্য্যে ভেসে যায় সীমানা,
হাতের তালুতে জমিয়ে রাখা কষ্ঠের রেখা ভাগ্যের সাথে কাটাকুটি খেলে,
পেছনে ফিরে দেখি অন্ধকারে জোনাকীর আলো,
বহুদিন ঘর বন্দি আমি.......
আকাশ ছোঁয়ার ইচ্ছে মৃতপ্রায়,
কতদিন তোমার হাত ছুঁতে পারিনি আমি,
চৌকাঠে দাঁড়িয়ে অনবরত শুধু নেড়ে গেছি হাত, আকাঙ্খার অভিলাষী চেতনায়।

মেনে নিয়েছে মন এই অতৃপ্ততা,
ধুলোর আস্তরণে ঢেকে থাকে রেখার সুক্ষ্মতা,
মুছে না কখনো,
শুধু ধুলো ঝেড়ে নিতে হয় এটায় বাস্তবতা।