কবিতা - লাজুক আঁচল
বিভাগ - কবিতা
কবি - স্বপন গায়েন
তারিখ - ২০/০৪/২০২০
************************
প্রজাপতির রঙিন ডানায় আছে শৈশবের আকুতি
হলুদ শাড়ির আঁচলের মায়াবী আকর্ষণ
ধ্রুপদী ছন্দে জেগে ওঠে কৈশোরের সৌরভ ...
নিবিড়তা কাকে বলে …
কবিতা - লাজুক আঁচল
বিভাগ - কবিতা
কবি - স্বপন গায়েন
তারিখ - ২০/০৪/২০২০
************************
প্রজাপতির রঙিন ডানায় আছে শৈশবের আকুতি
হলুদ শাড়ির আঁচলের মায়াবী আকর্ষণ
ধ্রুপদী ছন্দে জেগে ওঠে কৈশোরের সৌরভ ...
নিবিড়তা কাকে বলে জানে গোপন হৃদয়
বঞ্চনার মেঘে খুলে রাখো শাড়ির লাজুক আঁচল
বিধাতা দিয়েছে নারীর গৈরিক রূপ।
হৃদয় পোড়াবে বলে ঠোঁটে নিয়েছে আগুন
সিঁড়ি দিয়ে নামছে ভালোবাসার স্রোত ...
আধখানা চাঁদ জেগে থাকে উদাসী হাওয়ায়।
মোহনায় পৌঁছাতে হলে সাঁতার জানা চাই
নইলে অচিরেই ডুবে যাবে হৃদয় সাগরে
সারা রাত জানালায় উঁকি দেয় মরা চাঁদ।
*********