সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৫
বিষয়-উন্মুক্ত
বিভাগ-অনুগল্প
শিরোনাম - হাত
কলমে - তাপস কুমার মন্ডল
তারিখ - ১লা বৈশাখ ১৪২৭
বাড়িয়ে দিলেই অন্য হাতটি আপনার হাতে আসবে এমনটা সচারাচর হয় না। সন্দেহ, অবিশ্বাস,আর লাভ-লোকসানের হিসেব ক…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৫
বিষয়-উন্মুক্ত
বিভাগ-অনুগল্প
শিরোনাম - হাত
কলমে - তাপস কুমার মন্ডল
তারিখ - ১লা বৈশাখ ১৪২৭
বাড়িয়ে দিলেই অন্য হাতটি আপনার হাতে আসবে এমনটা সচারাচর হয় না। সন্দেহ, অবিশ্বাস,আর লাভ-লোকসানের হিসেব কষা বুদ্ধিনির্ভর জীবটি সামাজিক অবক্ষয়ের তলানিতে ঠেকতে ঠেকতে আর ঠকতে রাজি নয়।
আপনি যেচে সাহায্য করতে চাইলে , আপনার দরদী মন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আবদ্ধ হতে চাইলে--আপনার ও প্রান্তের সন্দেহের জোড়া চোখগুলো কিন্তু আপনাকে মেপে নিতে চাইবে।
-- সাহায্য? কেন? আপনি কেন? এতে আপনার কি লাভ?
পাশের বাড়ি না করে এখানে কেন? নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। না হলে যেচে কেউ উপকার করে!
একটু আঁতেল গোছের বুদ্ধি চিবোনো বুদ্ধিজীবীরা চোখ না তুলেই বলবেন দলীয় প্রচার।
-- কোন্ দল?
আপনি হয়তো বলবেন দল নয়, মানুষের পাশে থাকতে চাই।
-- এ্যাদ্দিন কোথায় ছিলেন?
আপনি আশাহত হয়ে ফিরে আসার সময় হয়ত শুনলেন--
-- শুনুন,
আপনি ফিরে গেলেন। একটি বাড়িয়ে থাকা হাতে আপনার স্বপ্ন পূরণ হবার সম্ভাবনা প্যাকেটটি তুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও হোঁচট খেলেন --অন্য কোনো ব্যাপার না তো?
আপনি বলতে চাইছেন -- যদি বন্ধু হও তবে......
পারলেন না। আপনার আত্মসম্মান আঘাত পেল। খুশির বদলে দুঃখে চোখ দু'টো জ্বালা করে উঠল।
বাড়ি ফিরে কারো সঙ্গে কথা বললেন না। না খেয়ে শুয়ে পড়লেন। এবার একটি হাত আপনার কপালে ঠেকেছে।
-- কি হয়েছে, শরীর খারাপ?
এ কথার উত্তর না দিয়ে আপনি ভাবতে বসলেন মানুষের অসহায়তার শেকড় কতটা গভীরে পৌঁছেছে। কিংম্বা কপালের হাতটা সরিয়ে নিয়ে জিজ্ঞাসা করলেন -- তুমি খেয়েছো?
দু'টো হাতের স্পর্শে অন্য অনুভূতি পেলেন যা আপনি খুঁজছিলেন।
********১১:৩৩pm******