Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

রক্ষা করো।
মোঃ সায়দুল হক।

হয়নি বসা পুকুর ঘাটে
হয়নি খেলা মাঠে,
স্কুল কলেজ বন্ধ আছে
ভালো লাগেনা পাঠে।

হয়নি বলা মনের  কথা
সব বন্ধুদের সনে,
কোন কিছু ভালো লাগেনা
ব্যথা বিষম মনে।

হয়নি কুঁড়ানো কাচা আম
হয়নি খাওয়া জাম,
হয়নি রোদ মাখিয়ে ছ…


রক্ষা করো।
মোঃ সায়দুল হক।

হয়নি বসা পুকুর ঘাটে
হয়নি খেলা মাঠে,
স্কুল কলেজ বন্ধ আছে
ভালো লাগেনা পাঠে।

হয়নি বলা মনের  কথা
সব বন্ধুদের সনে,
কোন কিছু ভালো লাগেনা
ব্যথা বিষম মনে।

হয়নি কুঁড়ানো কাচা আম
হয়নি খাওয়া জাম,
হয়নি রোদ মাখিয়ে ছুটাছুটি
ঝরেনি গায়ের ঘাম।

কয়দিন ধরে বাপজান ঘরে
পারেনা করতে কাম,
কি খাই মোরা কেমনে চলি
মুখে ও নেয়না নাম।

হয়নি যাওয়া পরিদের ঘরে
কেমন আছে পরি,
ঘরের কোণে বন্দি জীবন
বাচবে  কেমন করি।

আর বাচে না প্রাণটা বুঝি
কষ্ট বিষম হায়,
বাহির পানে চেয়ে ভাবি
দাড়িঁয়ে জানালায়।

মহা বিপদ কঠিন দিনে
কবে পাব তার  নিস্তার,
আল্লাহ তুমি রক্ষা করো
ক্ষমা চাই বারবার।