Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ০৬
কবিতা
কবিতার নাম - মনুষ্যত্বেই মুক্তি
কবি - শফি আলম
তারিখ- ১৮-০৪-২০২০
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

।। মনুষ্যত্বেই মুক্তি ।।

       -- শফি আলম

প্রকৃতি তার নিয়ন্ত্রণ ভার নিয়েছে নিজের হ…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ০৬
কবিতা
কবিতার নাম - মনুষ্যত্বেই মুক্তি
কবি - শফি আলম
তারিখ- ১৮-০৪-২০২০
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

।। মনুষ্যত্বেই মুক্তি ।।

       -- শফি আলম

প্রকৃতি তার নিয়ন্ত্রণ ভার নিয়েছে নিজের হাতে ,
আমরা যেন ভাল হয়ে থাকি বার্তা দিয়ে তা'তে।
এই বন্দিত্ব সেই বন্দিত্ব , দিন কয়েকের জন্য ,
আমরা যেন মানুষ হই , না হই যেন কিছু অন্য ।
মানুষ ছাড়া সবাই রয়েছে মুক্ত প্রকৃতির কোলে ,
আমরা শুধু খাঁচায় বন্দী নিজেদের বুদ্ধি বলে ।
আমাদের তরে আমাদের ঘরে জমা করেছি কী ?
ঘুর্ণাক্ষরে একবারও তার হিসেবটা করিনি ।
সাম্যবাদ পায়ে দলেছি তাকাইনি কারো দিকে ,
ভেবেছি শুধু ছল-ছলনায় একলা-ই রবো টিকে ।
পৃথিবীর নিয়ম ভেঙেছি মোরা করেছি তার ক্ষতি
আপন কর্মে বাড়িয়ে চলেছি আপনাদের দুর্গতি ।
ভাবিনি কভু নিয়ম না মানলে হবে শাস্তি পেতে ,
স্বার্থের ভেলায় চড়ে চেয়েছি সুখের স্বর্গে যেতে ।

আগামীর ধরা শান্ত চাইলে এখনো সময় আছে ,
আমরা যেন প্রকৃতির হয়ে ছুটে যাই তার কাছে ।
মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত নদ-নদীর জল ,
মুক্ত সাগর মুক্ত পাহাড় বিশুদ্ধ প্রকৃতির ফল ,
মোদের তরে স্তরে স্তরে সাজানো প্রকৃতির মেলা ,
এসব কিছু নষ্ট ক'রোনা , ক'রোনা কিছুতে হেলা।
 মনুষ্যত্বেই মানব-মুক্তি - একথা ভুলে গেলে ,
ছটফটাবে মানব ও জীব নয়নের জল ফেলে ।
দৃশ্যমান যা' মেনে নাও তা' অদৃশ্যে থাক ভক্তি ,
জাপিত জীবনে মনুষ্যত্ব থাক , মনুষ্যত্বেই মুক্তি ।