Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকায় আজকের সেরা কবিতা

আজকের সেরা কবিতা
--------:অনেক প্রশ্নের খোঁজ:------
          -----------:সুজাতা দাস:-----
রাতের আকাশেরও,অনেক ভাষা আছে;
কান পেতে শুনেছ কী ?
অনেক আলোর মাঝে,আছে এক টুকরো অন্ধকার-
খুঁজে দেখেছ কী?
শুধু কী সুখের'ই খোঁজ নিয়েছ!!
দে…


আজকের সেরা কবিতা
--------:অনেক প্রশ্নের খোঁজ:------
          -----------:সুজাতা দাস:-----
রাতের আকাশেরও,অনেক ভাষা আছে;
কান পেতে শুনেছ কী ?
অনেক আলোর মাঝে,আছে এক টুকরো অন্ধকার-
খুঁজে দেখেছ কী?
শুধু কী সুখের'ই খোঁজ নিয়েছ!!
দেখেছ'কী সুখেই থাকে দুখের বিলাস-
কখনও কী দুখের ভাষা খুঁজেছ?
যে ভাষায় আছে অনেক আশার আশ্বাস-
অনেক আশার মাঝে, কিছু টুকরো টুকরো নিরাশা-
কখনও কী তুমি পেয়েছ ?
জীবনের মানে!! কখনও কী খুঁজেছ?
পেয়েছ'কী সেই শব্দ-
যা অন্তরেই রেখেছ তুমি।
গান কী গেয়েছ কখনও?
নিজেকে ভালবাসার কারনে-
যার গুনগুন ধ্বনিতে মুখরিত ছিল কিছু সুখ-
কখনও সৌরভ নিয়েছ কী ফুলের?
যার সৌন্দর্য সৌরভে আকুলিত অলিকূল-
শুনেছ কী কখনও পাখির কূজন?
যে'শিষ তোমার ঘুম ভাঙায় রোজ-
সুখ কী ভাগ করেছ? কখনও অন্যের কারনে-
না'কী রেখেছ নিজের করে-
ভালোলাগা থেকে কিছুটা দিয়েছ কী কখনও? সবাই কে ভাগ করে-
না'কী শুধুই খুঁজেছ ভালো'থাকার পথ, নিজেরই কারনে।।
কপিরাইট @1443 সুজাতা
14/4/2020
মঙ্গলবার