সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০৫
গল্প_"তারপর"
চিরদীপ দে
৮/৪/২০
=========================
তাতাই ছবিটা আঁকলো এইমাত্র,নীলিমা অনেক্ষণ ধরেই জানলার ধারে বসে বাইরের আকাশটাতে কিছু যেন সমানে খুঁজে চলেছে।কি খুঁজছে তাতাই এর আজানা,হ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০৫
গল্প_"তারপর"
চিরদীপ দে
৮/৪/২০
=========================
তাতাই ছবিটা আঁকলো এইমাত্র,নীলিমা অনেক্ষণ ধরেই জানলার ধারে বসে বাইরের আকাশটাতে কিছু যেন সমানে খুঁজে চলেছে।কি খুঁজছে তাতাই এর আজানা,হয়তো নীলিমাও জানে না অানমনে সে কি খুঁজে চলেছে,কাকে খুঁজে চলেছে। আঁকা ছবিটা হাতে নিয়েই তাতাই এক ছুটে মায়ের কোলের উপর ঝাপিয়ে পড়লো,বললো- "মা দেখো আমি তোমার আর বাবার ছবি এঁকেছি"।
নীলিমা সম্বিৎ ফিরে পেয়েই ছেলেকে বুকে জড়িয়ে ধরে ছবিটার দিকে একদৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। গত বছরের পেলিং পার্কের ছবি,তাতাই এর অনেক গুলো খেয়াল খুশীর ছবি তোলার মধ্যে এটাও একটা। তাপস আর নীলিমা সবুজ ঘেরা আকাশ নীলের মনোরম পার্ক'টাতে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাচ্ছে।। তাতাই ছবিটা পেছন থেকে তুলেছিল কিছু না জানান দিয়েই। আজ সকালেই তাতাই এর বায়নায় নীলিমা ফটোএ্যালবাম টা বের করে দিয়েছে তাতাই কে, আর তার থেকেই এই আঁকা। নীলিমা তাতাই কে জড়িয়ে ধরে বললো-"খুব খুব ভালো হয়েছে সোনা, তুমি একদিন মস্ত বড়ো আর্টিস্ট হবে-একদম বাবার মতো"-কথাটা বলেই নীলিমা চুপ করে গেল,একটু থেমে হাসি মুখে বললো-"চলো এবার খেতে হবে তোমায়-আজ তোমার ফেবারিট ওমলেটভাত"।।
রাত বাড়ছে,তাতাই ঘুমোচ্ছে অঘোরে,নীলিমা তাতাই এর মুখের কাছে মুখ রেখে তাপসের মুখের মিল খুঁজছে। খুঁজছে.. খুঁজছে...কিছুটা নয় পুরোটাই মিলছে তাতাই আর তাপসের মুখ,এমনকি শোবার ভঙ্গিটাও। না নীলিমা এবার বোধহয় পাগল হয়ে যাবে,এক ঝটকায় সরে এসে ওয়্যারড্রব এর ড্রয়ার থেকে ওষুধের ফয়েলটা বার করেই একটা ট্যাবলেট জল দিয়ে মুখে ফেলে দিলো নীলিমা। না এভাবে ভেঙে পড়লে চলবে না, সামনে অনেক অনেক লড়াই বাকি। অন্তত তাতাইয়ের জন্য তাকে বাঁচতে হবে,ভালো থাকতে হবে,তাতাইয়ের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ নীলিমার উপর দাড়িয়ে আছে। না আর ভাববেনা নীলিমা, নিচের ড্রয়ারের ভেতরে রাখা ফাইলটা বের করে তাপসের ছবির সামনে এসে দাড়ালো নীলিমা,একমনে তাকিয়ে ছবির দিকে,দুচোখে জল,ফাইলটা খুলে তাপসের একসিডেন্টের ছবি গুলো আজকেও পরপর দেখতে থাকলো নীলিমা। তারপর তাপসের ওরিজিন্যাল ডেড্ সার্টিফিকেট টা বাইরে রেখে ফাইল বন্ধ করে আবার সেই ড্রয়ারেই রেখে দিলো,কাল ব্যাঙ্ক এ ওটা লাগবে,তাই জেরক্স করাতে হবে।।
হ্যাঁ তাপস নেই..দিন পনেরো আগে একটা কার একসিডেন্ট এ.............।।