সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ০৫
বিষয়- "ছবির ভেলায় ভাসাই কলম"
বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম- ভিজে যাক অলিন্দ; প্রেম প্রেম নেশা...
কলমে- জগবন্ধু রক্ষিত।
তাং- ১৩.০৪.২০২০
সর্বশান্ত হয়ে ঝড়ে পড়া পাতাগুলোও ভোরের শিশির মেখে কেমন প্…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ০৫
বিষয়- "ছবির ভেলায় ভাসাই কলম"
বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম- ভিজে যাক অলিন্দ; প্রেম প্রেম নেশা...
কলমে- জগবন্ধু রক্ষিত।
তাং- ১৩.০৪.২০২০
সর্বশান্ত হয়ে ঝড়ে পড়া পাতাগুলোও ভোরের শিশির মেখে কেমন প্রেমিক হয়ে উঠে...
জীবনের ভাঁজ খুলে ওঁরা হাসে;
সোহাগী বাতাস পেলে প্রেমিকার হাত ধরে পাড়ি দেয় নিরুদ্দেশে...
ওঁদের স্বর্গ নরক সব এখানেই...
আদিম অরণ্যে ঢুকে গিয়ে তোমার ব্যাপ্তি মাপতে ইচ্ছে করে খুব।
সব জটিলতা সরিয়ে দিয়ে
চলো,হারিয়ে যাই শাল-পিয়ালের দেশে;
সুষুম্নাকাণ্ড বেয়ে গড়িয়ে দিই আগুনে তরল;
শরীর মনে লেগে থাক হলদে রোদ...
প্রতিশ্রুতির দীর্ঘ মিছিল টপকে কিছু মেঘ জমতে দাও আকাশে...
রেফারির বাঁশী বাজা শেষ হলে ঝকঝকে বৃষ্টি নামুক।
কিছু শীতলতা থাক;
কিছু আক্ষেপ থাক;
কিছু আবেগ থাক...
ততক্ষনে চলো,
হাতে হাত রেখে হেঁটে যায় কিছু পথ...
ভিজে যাক অলিন্দ; প্রেম প্রেম নেশা...