বৈশাখের শুরুতেই কালবৈশাখীর দাপট। সাথে শিলাবৃষ্টি।। পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় কালবৈশাখী। বিশেষ করে কোলাঘাট, মেচেদা, তমলুক, নন্দকুমার সহ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি দেখতে পাওয়া যায়। করোণা ভাইরাসের প্রভাবে…
বৈশাখের শুরুতেই কালবৈশাখীর দাপট। সাথে শিলাবৃষ্টি।।
পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় কালবৈশাখী। বিশেষ করে কোলাঘাট, মেচেদা, তমলুক, নন্দকুমার সহ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি দেখতে পাওয়া যায়। করোণা ভাইরাসের প্রভাবে চলছে লকডাউন, তারওপর কালবৈশাখীর দাপট। দুই মিলে ফুল পান সহ বিভিন্ন চাষের ক্ষতির আশঙ্কা। সন্ধ্যে ছটা নাগাদ শুরু হয় কালবৈশাখী। দেড় ঘন্টা ধরে চলে প্রবল বৃষ্টি সাথে ঝড়ো হাওয়া। সাথে শিলাবৃষ্টি।