Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব০৫
#শিরোনামঃ_প্রথম_দেখা
#কলমে_গৌরী_পাল
#বিষয়_কবিতা
৯/৪/২০২০


যে দিন তোমাকে প্রথম দেখেছি
সে দিন থেকেই হৃদয়ের মাঝে তোমার ছবি এঁকেছি
এক নজরে এঁকেছি মনে
ভালো বাসো কী তুমি আমারে ।

ভালো বেসে তোমায় হারিয়েছি র…


#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব০৫
#শিরোনামঃ_প্রথম_দেখা
#কলমে_গৌরী_পাল
#বিষয়_কবিতা
৯/৪/২০২০


যে দিন তোমাকে প্রথম দেখেছি
সে দিন থেকেই হৃদয়ের মাঝে তোমার ছবি এঁকেছি
এক নজরে এঁকেছি মনে
ভালো বাসো কী তুমি আমারে ।

ভালো বেসে তোমায় হারিয়েছি রাতের ঘুম
চোখ ভরা হাসি তোমার মায়া ভরা মুখ
তুমি আছো বলেই
ভাবনায় কাটে কতো রাত।

সেদিন শুধু দেখেছি
তোমার মায়া ভরা মুখটি
আমি কোন দিন চাই না
তোমার কাছ থেকে মুক্তি ।

তোমার ওই চোখ দুটো
পাগল করে ছিল,
সেই দিন আমার চোখ
প্রথম তোমাকে দেখে ছিল ।

এখন তোমাকে ছাড়া কিছু বুঝি না
ভালো বাসা কোন কিছু মানে না,
অপলক নযনে শুধুই চেয়ে থাকি
কী অপরূপ তোমার দুটি আঁখি ।

যখন তোমার মাঝে
আমি আমায় দেখি,
তুমি বল হেসে
এখন কি পাগল হওয়া বাকি ।

পাগল আমি হযেই আছি
বুঝতে কী পারো তুমি,
আমার হৃদয় তুমি ছাড়া
শূন্য মরুভূমি ।


  গৌরী পাল