Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি দরিদ্র মানুষের পাশে

কোভিড ১৯ রোগের সংক্রমনের ফলে সারা বাংলায় লকডাউন আজ ২৩ দিন হয়ে গেল। লকডাউনের ফলে জনজীবন অচল হয়ে পড়েছে। রোজগারী মানুষজন গৃহবন্দী হওয়ায় খাদ্যের অভাব দেখা দিয়েছে। সরকারীভাবে রেশনের ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়। মানুষের হাতে অর্থ ন…


কোভিড ১৯ রোগের সংক্রমনের ফলে সারা বাংলায় লকডাউন আজ ২৩ দিন হয়ে গেল। লকডাউনের ফলে জনজীবন অচল হয়ে পড়েছে। রোজগারী মানুষজন গৃহবন্দী হওয়ায় খাদ্যের অভাব দেখা দিয়েছে। সরকারীভাবে রেশনের ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়। মানুষের হাতে অর্থ নেই। ৪০% এর বেশি মানুষ আপসেট হয়ে পড়েছেন। এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে। পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের উত্তর সরদা, দক্ষিণ সরদা, কাজলা, হিঞ্চি, পারুলিয়া, অযোধ্যাপুর এবং কাঁথি ৩নং ব্লকের বেতালিয়া, বাঘাদাঁড়ি, দূরমুঠ, নয়াপাড়া, জামুয়াশংকরপুর, গামাডুলি ও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপিবল্লভপুর-১ ব্লক এবং কোলকাতার খিদিরপুর, মাঝেরহাট ও ঢাকুরিয়া এলাকার ৩২০০ পরিবারকে রেশন ও স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হলো। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি জায়গায় দরিদ্র পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, ১.৫কেজি মুসুর ডাল, ১ লিটার রান্নার তেল, ১ কেজি লবন, ৫ কেজি আটা, ১ কেজি মুড়ি, বিস্কুট, হরলিক্স, ইত্যাদি রেশন সামগ্রী ও ৩ পিস হ্যান্ডওয়াশ, ৫ পিস গায়ে দেওয়া সাবান, ১ কেজি ডিটারজেন্ট, ৩ প্যাকেট স্যানিটারী প্যাড ও ১ পিস তোয়ালা তুলে দেওয়া হলো। কাজলা জনকল্যাণ সমিতির এই কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন "SEEDS- New Delhi, KKS-Germany, Goonj... New Delhi প্রভৃতি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন। ত্রাণ সামগ্রী বিতরণের কাজে কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, সভাপতি পশুপতি নন্দী, সহসভাপতি আকবর আলি খান, প্রনয় কুমার পাল, অশোক খুঁটিয়া, তপন সাউ, প্রমুখ। এছাড়া বিবেকানন্দ সাহু, সন্দীপ কুমার দে, স্বপন ভট্টাচার্য, অনির্বান চক্রবর্তী, রাজকুমার মাইতি, নবকুমার দত্ত ও অন্যান্য কর্মীবন্ধুগণ দিনরাত এক করে মানুষের পাশে দাঁড়িয়েছেন।