Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব  - ০৬
কবিতা  -  শুভ নববর্ষ
বিভাগ  -  কবিতা
কবি   -  স্বপন গায়েন
তারিখ  - ১৫/০৪/২০২০
************************

নতুন শপথ নতুন আশা
নতুন দিনের আলো
ছন্দ ভেঙে এই জীবনে
সুখের প্রদীপ জ্বালো।

হাসি কান্না দুঃখ ব্…



সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব  - ০৬
কবিতা  -  শুভ নববর্ষ
বিভাগ  -  কবিতা
কবি   -  স্বপন গায়েন
তারিখ  - ১৫/০৪/২০২০
************************

নতুন শপথ নতুন আশা
নতুন দিনের আলো
ছন্দ ভেঙে এই জীবনে
সুখের প্রদীপ জ্বালো।

হাসি কান্না দুঃখ ব্যথা
এসব নিয়েই জীবন
ভোরের আলো স্বপ্ন লেখে
চাই না কোনো মরণ।

কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে
ঈশ্বর দাও ঠাঁই
পাখির ডানায় খুশির রোদ
খুশির জীবন চাই।

আঁধার জীবন চাইনা কেউই
কাটবে রাতের ঘোর
চাঁদের আলোয় চোখটি মুছে
দেখবো সোনালী ভোর।

মাটির পৃথিবী সবই মায়া
দেখি সুখের স্বপ্ন
দুঃখী জনম তবুও বাঁচবো
এইআশাতেই মগ্ন।

ভোরের আলোয় নতুন বছর
করবো মোরা বরণ
দয়াল প্রভু হৃদয়ে থেকো
তোমায় করবো স্মরণ।

         ******