" এবার যদি বাঁচি "
তরুন চট্টোপাধ্যায়
***************
এবার যদি বাঁচি যদি বেঁচে ফিরি
কথা দিলাম পাপগুলো সব ধোব
আকাশ দেব ছেড়ে পাখির কাছে
জলা জঙ্গল ছাড়বো পশুদেরও।
এবার যদি বাঁচি যদি বেঁচে ফিরি
নদী তোমার বুকের বাঁধন দেব খুলে
…
" এবার যদি বাঁচি "
তরুন চট্টোপাধ্যায়
***************
এবার যদি বাঁচি যদি বেঁচে ফিরি
কথা দিলাম পাপগুলো সব ধোব
আকাশ দেব ছেড়ে পাখির কাছে
জলা জঙ্গল ছাড়বো পশুদেরও।
এবার যদি বাঁচি যদি বেঁচে ফিরি
নদী তোমার বুকের বাঁধন দেব খুলে
মাতলা বাতাস ভাসবে তুমি নদী
ইচ্ছে মতো যাও যেখানে চলে।
এবার যদি বাঁচি যদি বেঁচে ফিরি
কংক্রিটের ঐ রাস্তা নেব তুলে
কাদায় ভরা গাঁ গঞ্জের পথে
চলবো আবার আচাড় খেতে খেতে।
এবার যদি বাঁচি যদি বেঁচে ফিরি
কেরোসিনের শিখায় আলো জ্বেলে
বলবো লিওন যাও তুমি যাও ফিরে
ভুসো কাঁচের আল্পনা নেব এঁকে।
এবার যদি বাঁচি যদি বেঁচে ফিরি
প্রথম যাব আমার মায়ের কাছে
আঁচল ধরে ডাকবো আবার মাকে
বলবো দেখো খোকা আজও আছে।
এবার যদি বাঁচি যদি বেঁচে ফিরি
অতি সভ্যতার ঐ শিখরে দেব টান
প্রকৃতি তুমি তোমার পথে চলো
আমরা শুনি বেঁচে থাকার গান।