Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক সেরা
পর্ব ০৬

#কবিতা_লাল আবেগ
#কলমে_তুলি মুখার্জি চক্রবর্তী

ভালোবাসার রঙ লাল
লাল রঙ আমার খুব প্রিয়,
তোর জন্য জমিয়ে রেখেছি,
তুই এলে দেবো দুহাত ভরে

লালমাটি আমার গ্রাম
ভালোবাসা অভিমান আবেগ
যাবতীয় অনুভূতি জমা আছে ওখানে

শৈশব…


সাপ্তাহিক সেরা
পর্ব ০৬

#কবিতা_লাল আবেগ
#কলমে_তুলি মুখার্জি চক্রবর্তী

ভালোবাসার রঙ লাল
লাল রঙ আমার খুব প্রিয়,
তোর জন্য জমিয়ে রেখেছি,
তুই এলে দেবো দুহাত ভরে

লালমাটি আমার গ্রাম
ভালোবাসা অভিমান আবেগ
যাবতীয় অনুভূতি জমা আছে ওখানে

শৈশব হাত ধরে নিয়ে যায় আর
আলতো করে ছুঁয়ে দিই সেসব
স্বপ্ন স্বপ্ন অনুভবে আঙুল চুপচুপে ভিজিয়ে আঁকিবুকি কাটা ‌শুরু করি
মনের সাদা পাতায়
কিন্তু কিছুতেই তোর মুখ মনে পড়ে না আর
সময়ের সাথে সাথে ধুসর হয়ে যাচ্ছে

ছাইরঙ অতীত উড়িয়ে দিলাম তোকে

জমানো লালরঙ আবিরের মতো ছড়িয়ে দিচ্ছি,
বসন্ত ধীরে ধীরে রঙীন হচ্ছে

অভিমান আবেগ সব মুছে দিয়েছি
ভালোবাসা জমাট বেঁধে পাথর হয়েছে