সাপ্তাহিক প্রতিযোগিতা-০৬
বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম-
@ অবসন্ন শরীরে @
সুশান্ত ঘোষ
১৮\০৪\২০২০
শুষ্ক জনহীন প্রান্তরে যেন মরুভূমির মাঝে
আমরা বেঁচে আছি পাশাপাশি,
কোন এক অচেনা অজানা ছায়া যেন
রয়েছে চারিদিকে এক রহস্যময় জাল…
সাপ্তাহিক প্রতিযোগিতা-০৬
বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম-
@ অবসন্ন শরীরে @
সুশান্ত ঘোষ
১৮\০৪\২০২০
শুষ্ক জনহীন প্রান্তরে যেন মরুভূমির মাঝে
আমরা বেঁচে আছি পাশাপাশি,
কোন এক অচেনা অজানা ছায়া যেন
রয়েছে চারিদিকে এক রহস্যময় জাল বিছিয়ে-
তার কালো বিষাক্ত ডানা মেলে সর্বত্র ।
বিশ্ব জুড়ে মৃত্যুর খবর আজ ছড়িয়ে ছিটিয়ে
সমস্ত খবরের কাগজের পাতা জুড়ে ।
ক্লান্ত অবসন্ন করে রেখেছে সারা শরীর ।
পরিবারের মাঝে বন্দি জীবনে এক
ঝাঁক স্বপ্ন বুনে মুক্তির স্বাদ গ্রহণ করার জন্য
অপেক্ষায় দিন গুনছি আমরা সবাই ।
বৈশাখ মাসের প্রখর সূর্য কিরণের মাঝে -
ক্লান্ত অবসন্ন শরীর যেন সুশীতল ছায়ার খোঁজে
নিজ গৃহের মাঝে আজ চায়না বিশ্রাম ।
নতুন বছরে সমস্ত বিভেদ ভুলে
আজকের মানুষ সারা পৃথিবী জুড়ে
চায়না কোন ব্যবধান , চায় শুধুই মুক্তি-
ওই মারণ ব্যধির বিষাক্ত কবল থেকে ।
আর ঘরের মাঝে বন্দি থেকে মুক্তির দিন গোনে
একটা একটা করে সময়ের অপেক্ষায় -
নিজের স্বার্থে,পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে-
" অবসন্ন শরীরে " ।