Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

আজকের সেরা কবিতা


#তোমার_শূন্যতাই_দায়ী

______________________//

মুখটা অমন শুকনো কেন?

লাঞ্চ করোনি?

ইশ ! কি অবস্থা করেছো চেহারার।

এত অনিয়ম করছো কেন?

এ- ছিঃ ঘরের কি অবস্থা !

কাপড় গুলো জমিয়ে রেখেছো কেন?

লন্ড্রিতে দাওনি কেন?

একি এই শা…



আজকের সেরা কবিতা


#তোমার_শূন্যতাই_দায়ী

______________________//

মুখটা অমন শুকনো কেন?

লাঞ্চ করোনি?

ইশ ! কি অবস্থা করেছো চেহারার।

এত অনিয়ম করছো কেন?

এ- ছিঃ ঘরের কি অবস্থা !

কাপড় গুলো জমিয়ে রেখেছো কেন?

লন্ড্রিতে দাওনি কেন?

একি এই শার্টের একটা বোতাম নেই কেন?

টিশার্ট গুলো চেয়ারের উপর কেন?

ওয়াশ রুমের লাইট জ্বালিয়ে রেখেছো কেন?

টেবিলটাও আজকাল আর গুছিয়ে রাখো না।

ডেক্সটপ টায় এত ধুলোবালি কেন?

এই বিছানায় ঘুমাও কি করে?

বেড সীট চেঞ্জ করোনি কেন?

এটা কি কিচেন?

গ্লাস প্লেট গুলো ধুয়ে রাখতে পারো না?

কাঁচা মরিচ গুলো ফ্রিজে রাখতে পারোনি?

লেবু গুলো?

আজকাল ফিরে এসে শরবত খাওনা?

মগটা ধোবার ভয়ে বোতলেই পানি খাও আজকাল।

জুতোস্যান্ডেল গুলো ঘুছিয়ে রাখতে পারনি?

এটা কি আলনা? এখানে কাপড় রাখা যায়?

ভেজা টাওয়েল চেয়ারের উপর কেন?

রুমটা ঝাড়ু দেয়া হয়না কতদিন?

চোখের নীচে কালি কেন?

কত রাত ঘুমাওনি তুমি?

কেন এমন হয়েছো?

তুমি তো এমন ছিলে না।।


একদিন হঠাৎ এসে যদি

এমন প্রশ্নে জর্জরিত করো

আমি আবেগে ভেসে যাবো

আমি ঠিক কেঁদে ফেলবো।।

কি করে বলবো?

তোমার শূন্যতাই দায়ী।।


#আরিফ_নীল
২৫/৪/২০২০