সাপ্তাহিক প্রতিযোগিতা --০৩
সোনার বাংলা
রীনা পণ্ডিত
২৭/০৩/২০২০
পাক-হানাদার আসলো তেড়ে
বাঙালির প্রাণ নিলো কেড়ে
জীবন হলো রুদ্ধ৷,
দেশ বাঁচানোর শপথ নিলো
স্বাধীনতার শ্লোগান দিলো
বাঁধলো কঠিন যুদ্ধ ।
গায়ের জোরে নিচ্ছে টেনে
প্রাণে মারছে…
সাপ্তাহিক প্রতিযোগিতা --০৩
সোনার বাংলা
রীনা পণ্ডিত
২৭/০৩/২০২০
পাক-হানাদার আসলো তেড়ে
বাঙালির প্রাণ নিলো কেড়ে
জীবন হলো রুদ্ধ৷,
দেশ বাঁচানোর শপথ নিলো
স্বাধীনতার শ্লোগান দিলো
বাঁধলো কঠিন যুদ্ধ ।
গায়ের জোরে নিচ্ছে টেনে
প্রাণে মারছে ধরে এনে
ভীষণ পাকি হায়না,
দিনের আলোয় দিচ্ছে বলি
সভ্য যুগের জ্যান্ত কলি
ভাষায় বলা যায় না ।
বীর ছেলেদের সয় নি প্রাণে
স্বাধীনতার জানবে মানে
নামলো খোলা মাঠে ,
হাতের কাছে যে যা পেলো
সম্বল করে সামনে গেলো
জীবন ক্ষয়ী ঘাটে ।
রক্ত ক্ষয়ী যুদ্ধ করতে
সোনার বাংলা দেশকে গড়তে
নিজের জীবন ভুলে৷,
সোনার দেশে বিজয় এলো
স্বাধীন দেশের সম্মান পেলো
জয় পতাকা তুলে ।