Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চেক তুলে দেওয়া হলো জেলা শাসকের হাতে

মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রাণ তহবিলে বিভিন্ন সংস্থা, স্কুলের প্রতিনিধিরা চেক তুলে দিলেন জেলা শাসকের হাতে।।

করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার এগিয়ে এলেন বিভিন্ন সংস্থা, স্কুল এবং ব্যক্তিরা।
সারা ভারত বর্ষ জুড়ে চলছে লকডাউন। এমতাবস্ত…


মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রাণ তহবিলে বিভিন্ন সংস্থা, স্কুলের প্রতিনিধিরা চেক তুলে দিলেন জেলা শাসকের হাতে।।

করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার এগিয়ে এলেন বিভিন্ন সংস্থা, স্কুল এবং ব্যক্তিরা।
সারা ভারত বর্ষ জুড়ে চলছে লকডাউন। এমতাবস্তায় পশ্চিমবঙ্গে লকডাউন চলাকালীন বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল এবং ব্যক্তিরা। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষের হাতে চেক তুলে দিলেন কয়েকটি স্কুলের শিক্ষক মহাশয় রা। এদিন পূর্ব মেদিনীপুর জেলা রাইস মিলারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই লক্ষ ৩৬ হাজার টাকার চেক তুলে দেন জেলাশাসক পার্থ ঘোষের হাতে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপৎকালীন ত্রাণ তহবিলে এই চেক প্রদান করা হয়। এছাড়াও ব্যক্তিগতভাবে রাইস মিলের মালিকরা প্রায় 5 লক্ষ টাকা চেক তুলে দেন জেলা শাসকের হাতে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল এর পক্ষ থেকে 73 হাজার টাকার চেক তুলে দেন জেলা শাসকের হাতে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্তরের মানুষ এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য জেলাশাসক পার্থ ঘোষ ধন্যবাদ জানান।