সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০৪
বিভাগ- কবিতা
শিরোনাম - বিষের জ্বালা
কবি- ভারতী দত্ত
৩১.০৩.২০২০
বিষের কী নাম দিই বলো অমৃত না গরল
সবার মনে বিষের চারা হোক সে যতই সরল,
সংসার নাম নাট্যমঞ্চে মানুষের আনাগোনা
অভিনয় করে শুরু করে দেয় বিষবৃক…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ০৪
বিভাগ- কবিতা
শিরোনাম - বিষের জ্বালা
কবি- ভারতী দত্ত
৩১.০৩.২০২০
বিষের কী নাম দিই বলো অমৃত না গরল
সবার মনে বিষের চারা হোক সে যতই সরল,
সংসার নাম নাট্যমঞ্চে মানুষের আনাগোনা
অভিনয় করে শুরু করে দেয় বিষবৃক্ষ বোনা।
সব নীল রঙ হয় নাকি বিষ সবাই সে কথা বলে
নীলের মাঝেই ভালোবাসা আছে ভুললে কেমনে হবে,
মুখের মাঝে হাসির রাশি বুকের ভিতর বিষ
অমৃত আর বিষের মাঝে অনেকটা মিলমিশ।
হলাহলের দেখা মেলে দেবতাদের মাঝে
সমুদ্র মন্থনে ওঠে অমৃত বিষ দেবাসুরের কাজে,
আসমুদ্র হিমাচল যখন যেখানে যাবে
বিষের জ্বালা অহর্নিশ সঙ্গী সাথী পাবে।
বিষটুকু কে উগরে ফেলে হৃদয় ভরো সুখে
জীবন খানা উঠবে ভরে ফুটবে হাসি মুখে,
দিও নাগো শিশুর মনে তরল গরল ঢেলে
জগতের এই রূপের বাহার তারা দেখুক নয়ন মেলে।
বিষের জ্বালা বড়ো জ্বালা জীবন বিষময়
হৃদয় খায় কুঁড়ে কুঁড়ে মানবিকতার ক্ষয়,
গরল দিয়ে ভরিও না ভালবাসার ঘড়া
জলশূন্য জীবন খানা হবেই জেনো খরা।
হলাহল কে দূরে রাখা নয়তো বিশেষ কষ্ট
প্রভুর দেওয়া জীবন খানা করোনা আর নষ্ট,
বিষে বিষে বিষক্ষয় করতে যদি চাও
বিষকে দূরে ঠেলে দিয়ে অমৃত তুলে নাও।