Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -০৪
ভ্রান্ত জীবনের সরলরেখা
©সুমনা সেনগুপ্ত
      ০২,০৪,২০

জীবন হাতের মুঠোয় নেই,
যদি থাকতো তোমাকে হাতের মুঠোয় রেখে দিতাম।
অথচ আমার কাছে জীবন অর্থহীন,
প্রতারণা,ব্যর্থতা,অবহেলায় ভরে গেছে যে জীবন--
    …


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -০৪
ভ্রান্ত জীবনের সরলরেখা
©সুমনা সেনগুপ্ত
      ০২,০৪,২০

জীবন হাতের মুঠোয় নেই,
যদি থাকতো তোমাকে হাতের মুঠোয় রেখে দিতাম।
অথচ আমার কাছে জীবন অর্থহীন,
প্রতারণা,ব্যর্থতা,অবহেলায় ভরে গেছে যে জীবন--
                   সে জীবন অর্থহীন ছাড়া কিছুই নয়।
দেখে নিও,
 সূর্য ভালোবাসার অভাবে   শুষে নেবে পৃথিবীর আয়ুস্কাল,
চাঁদ এবং নক্ষত্র'রা আলোকহীন হয়ে
                    ঝরে পড়বে পৃথিবীর বুকে।
ভালোবাসা আর বিশ্বস্ত একটা বুকের অভাবে
              মরুভূমির প্রাণীগুলো ঢলে পড়বে মৃত্যুর কোলে।
মানুষের হাতে তৈরি বোমা, স্থায়িত্ব কেড়ে নেবে
                       লক্ষাধিক জীবন-যৌবন---
প্রেম শূন্যতায় হৃদয় হয়ে উঠবে ধুসর এক  মরুভূমি।

অথচ তুমি আকাশ হতে চাও,
পাখি হয়ে উড়তে চাও.....
সাগর হয়ে ঢেউ খেলতে চাও সাগরের বুকে।
তুমি প্ৰিয়জন হতে পারো না?
প্রিয়জন হতে গেলে,
লালিত স্বপ্নের মতো হৃদয়ে ধারণ করতে হয় ভালোবাসা।

প্ৰিয়জন,প্ৰিয়তম ভালোবাসা,প্ৰিয়তম প্ৰেম,
দু'চার পা বাড়িয়ে বাড়িয়ে দেখি এগিয়ে আসছে মরণ।
ভালোবাসা নাকি কেবল স্বর্গের সিঁড়ি ,
স্বর্গের সিঁড়ি বেয়ে উঠে দেখি নরকে ডুবে আছি।