Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা--৪
#শিলা না দেবতা#
ইলা কারকাট্টা
31:03:20
না জানি কবে থেকে
ধূলি ধূসর পথের ধারে
পড়ে ছিল এক সুন্দর শিলা।
কুড়িয়ে তারে পেয়ে
অতি যত্ন করে
ঘরে আনে এক গৃহিণী।
সাজিয়ে ফুল চন্দনে
ধূপ-দীপ জ্বেলে
রোজ করে তার পূজা।
পুত…


সাপ্তাহিক প্রতিযোগিতা--৪
#শিলা না দেবতা#
ইলা কারকাট্টা
31:03:20
না জানি কবে থেকে
ধূলি ধূসর পথের ধারে
পড়ে ছিল এক সুন্দর শিলা।
কুড়িয়ে তারে পেয়ে
অতি যত্ন করে
ঘরে আনে এক গৃহিণী।
সাজিয়ে ফুল চন্দনে
ধূপ-দীপ জ্বেলে
রোজ করে তার পূজা।
পুত্র তার এইসব দেখে
মিষ্ট ভাষে বলে মাকে
বন্ধ করো এই পূজা।
ঘরে এনেছো তুমি যারে
দেবতা নয় সে যে
এ তো শুধু এক শিলা।
তর্ক বাড়ে বহুদূর
দেবতা না এ শিলা
সমাধান না হয় মধূর।
সব দেখে শুনে
স্বামী মুচকী হাসে
বলে দুজনেই আছো ঠিক।
বিশ্বাস আর ভক্তিতে
শিলা হয়েছে দেবতা
অবিশ্বাসে এ শুধুই শিলা।
(মূল লেখনী সংরক্ষিত)