করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। সাধারন বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাতে ঠিকঠাক পেতে পারেন সে জন্য সরকারের তরফ থেকে নানান ব্যাবস্থা নেওয়া হয়েছে। খোলা রাখতে বলা হয়েছে ভূষিমাল সহ নিত্য সামগ্রীর দোকান। কিন্তু তার মদ্ধ্…
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। সাধারন বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাতে ঠিকঠাক পেতে পারেন সে জন্য সরকারের তরফ থেকে নানান ব্যাবস্থা নেওয়া হয়েছে। খোলা রাখতে বলা হয়েছে ভূষিমাল সহ নিত্য সামগ্রীর দোকান। কিন্তু তার মদ্ধ্যে দেখা গেল এক অন্য চিত্র। হলদিয়া আই ও সি এমপ্লয়িজ কো-অপারেটিভ থেকে সাধারণ বাসিন্দারা কোনো সামগ্রী কিনতে পাচ্ছেন না বলে অভিযোগ। এমনকি সারাবছর তারা এই সমবায় থেকে ন্যাহ্য মূলে চাল, ডাল সহ ভূষিমাল সামগ্রী কিনতে পারলেও কয়েকদিন ধরে ক্লাসটার ১১ থেকে আই ও সি এমপ্লয়িজ ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ। এমনকি যারা কোনো কিছু কেনার জন্য ওই কো- অপারেটিভে ঢুকতে গেছেন তাদের সংগে গেটের নিরাপত্তা কর্মীরা দূর্ব্যাবহার করছেন বলে অভিযোগ। সমস্যা যে হচ্ছে তা মেনে নিয়েছেন খোদ কো- অপারেটিভ কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে তাদের কোনো হাত নেই বলে সাফ জানিয়ে দিয়েছে সমবায় কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, তারা এই বিষয়ে কাউকে ঢোকা বেরোনোর ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ করছেন না। এটা পুরোপুরি আই ও সি কর্তৃপক্ষর সিদ্ধান্ত। অন্যদিকে আই ও সি কর্তৃপক্ষর বক্তব্য, দেশ জুড়ে লকডাউনের জেরে আমরাও আমাদের আবাসন চত্বরে বাইরের লোকদের আনাগোনা বন্ধ করে দিয়েছি। আর কো- অপারেটিভটি যেহেতু ক্লাসটার - ১১-এর মদ্ধ্যে আবাসন চত্বরে রয়েছে, তার জন্য সমস্যা হচ্ছে। আমরা দিনে দুবার কিছুটা সময় যাতে সাধারণ বাসিন্দারা কো-অপারেটিভে এসে বাজার করতে পারি তার জন্য ব্যাবস্থা করছি।