Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা--৪.
ইন্দ্রাণী রাহা।
১.৪.২০.
বিভাগ--কবিতা।

শিরোনাম---"অন্বেষণ "
              -----------------
রূপ কেন খুঁজে ফেরো শরীরে
পারো যদি খোঁজ তার শিমুল মন,
হাসনুহানার রূপ ঝরে মধু গন্ধে
মাতৃ রসে পূর্ণ দুটি…


সাপ্তাহিক প্রতিযোগিতা--৪.
ইন্দ্রাণী রাহা।
১.৪.২০.
বিভাগ--কবিতা।

শিরোনাম---"অন্বেষণ "
              -----------------
রূপ কেন খুঁজে ফেরো শরীরে
পারো যদি খোঁজ তার শিমুল মন,
হাসনুহানার রূপ ঝরে মধু গন্ধে
মাতৃ রসে পূর্ণ দুটি স্তন।

শরীরের অবগাহনে আছে ক্ষণিক সুখ
পলাশের মন বোঝে ওই বসন্ত,
পারতো বোঝো রমনীর সলাজ নীরবতা
সেখানে সরব এক মুগ্ধ ডাহুক।

রূপ আছে প্রিয়ার গভীর অন্তরে
স্পর্শের আগে ছুঁয়ে দেখ মন,
অপেক্ষায় সেখানে শুধুই ভালোবাসার অরণ্য
ডালে-ডালে পাতায়-পাতায়
এক অপার্থিব মাহেন্দ্রক্ষণ।

Copy right@indrani raha.
1.4.20.