Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা -৪
বিভাগ -কবিতা


দিন অবসানে
মালা সেন দে
৩১।৩।২০২০

শেষ সূর্য  গেলো অস্তাচলে , দিন হলো অবসান ,
এবার অপেক্ষা শেষ মূহুর্তের গাড়িটার ।
সুখ দুঃখের স্মৃতিগুলোকে সঞ্চয় করে বসে থাকা ,
ওপারের ডাক এলে উঠতে হবে গাড়িতে ।


সাপ্তাহিক প্রতিযোগিতা -৪
বিভাগ -কবিতা


দিন অবসানে
মালা সেন দে
৩১।৩।২০২০

শেষ সূর্য  গেলো অস্তাচলে , দিন হলো অবসান ,
এবার অপেক্ষা শেষ মূহুর্তের গাড়িটার ।
সুখ দুঃখের স্মৃতিগুলোকে সঞ্চয় করে বসে থাকা ,
ওপারের ডাক এলে উঠতে হবে গাড়িতে ।
চাহিদার ঘর আজ করেছি শূন্য ,
ছড়ানো ছিটানো আছে কিছু এলোমেলো দীর্ঘশ্বাস ।
যদি আবার আসি ফিরে ,
জীবন অঙ্কে যা ছিলো ভুল বোঝাবুঝি !
মেলাতে গিয়ে হয়তো খুঁজে পাবো উত্তর ।
পরজন্ম বলে যদি কিছু থাকে , হয়তো ফিরবো নাও ফিরতে পারি ,
কুয়াশায় ঢাকা পথ আজও হয়নি দেখা ।

নিজের করে রাখলাম যাদের এই মনোজমিতে ,
একটি একটি করে চারা পুঁতলাম বিশ্বাসের জমিতে ।
ভাবনাগুলো ডানা মেলে খোলা আকাশে ,
তবু পড়ে থাকে দু একটি পিছুটান পুরোনো আসবাবের মতো ।
থাক না , না হয় হাসিমুখে নেব বিদায় ।

সেদিন শঙ্খধ্বনিতে করেছিলে বরণ ,
আজও তবে বাজিও বিদায়ের পথকে করে স্মরণ । শেষ সময়ের জীবন গাড়ী ছেড়ে যাক ভালবাসাকে ছুঁয়ে ছুঁয়ে ,
তাই তো বসে থাকা সেই রাত্রির নির্লিপ্ততায় ডুব দিয়ে ॥