Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য পাঁচ মানবিকের

করোনা যুদ্ধে জয়ী হতে সাহায্যের হাত বাড়িয়ে দিদির পাশে দাঁড়াল পূর্ব মেদিনীপুরের পাঁচ মানবিক।
“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি দিতেও পারি আমরা”
ওরা কেউ চোখে দেখতে পায়না, ব্রেলের সাহায্যে লেখাপড়া করে ও গান বাজ…


করোনা যুদ্ধে জয়ী হতে সাহায্যের হাত বাড়িয়ে দিদির পাশে দাঁড়াল পূর্ব মেদিনীপুরের পাঁচ মানবিক।
“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি দিতেও পারি আমরা”
ওরা কেউ চোখে দেখতে পায়না, ব্রেলের সাহায্যে লেখাপড়া করে ও গান বাজনায় পারদর্শী, কেউ হাতের কাজ করে উপার্জন করে, কিন্তু এখন তাও বন্ধ কেউ নিমতৌড়ী প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে কাজ করে বেঁচে থাকে কিন্তু বিশ্বজুড়ে করোনা যুদ্ধে ওরা এগিয়ে এল ওদের সামান্য সাহায্য নিয়ে। পঃ বঃ সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় এখন ওরা সকলেই মানবিক পেনশান পায়। একবছরের পেনশেনের প্রাপ্য থেকে ৩০% টাকা পাঁচজন মানবিক মিলে মোট ১৮,০০০ (আঠারো হাজার টাকা) মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিলেন।
১৪ বছরের প্রিয়াঙ্কা মাল সম্পূর্ন দৃষ্টিহীন ব্রেলের সাহায্যে লেখাপড়া করে অষ্টম শ্রেণিতে পড়ে, ভালো গান গাওয়ার জন্য ২০১৪ সালে রাজ্য সরকার সম্মানিত করেছে।
উত্তম দাস একটি দোকানের কর্মচারী, এখন দোকান বন্ধ। মুখ ও বধীর রুনু জানা দাস জুটের কাজ করে তাও এখন বন্ধ। অদ্ব্যৈত মাইতি, রবীন্দ্রনাথ সংগ্রাম একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠানে কাজ করে দিনযাপন করে। এমন বেশি কিছু রোজগার নাই ওদের কিন্তু ওরা মানবিক, তাই ওরা বিশ্ব ব্যাপি এই পরিস্থিতিতে মানবিকতার টানে সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এল ওদের ক্ষুদ্র আর্থিক সাহায্য নিয়ে।
রবীন্দ্রনাথ সংগ্রাম বলেন, দিদি আমাদের জন্য মানবিক পেনশান চালু করে রুটি রুজির সামান্য হলেও ব্যবস্থা করে দিয়েছেন। দিদি করোনা আক্রান্তদের পাশে জান লড়িয়ে কাজ করছে তাই আমরাও পৃথিবীর সন্তান দিদির এই লড়াইয়ে দিদির সাথে করোনা যুদ্ধে জয়ী হতে আমাদের এই ক্ষুদ্র সাহায্য নিয়ে দাঁড়াতে পেরে খুশি, মেদিনীপুরের মানুষ হিসেবে গর্ববোধ করছি।
বছরের কয়েকদিন যদি আমাদের খাওয়ার না জুটে তবুও এই যুদ্ধে সাহায্য করতে পেরে সব দুঃখ কষ্ট হাসি মুখে মেনে নিতে প্রস্তুত । তাই আমরা পাঁচ বন্ধু মিলে এগিয়ে এলাম।
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সরকার, পুলিশ প্রশাসন, সংবাদ মাধ্যম ও অগনিত লকডাউন মানন্যতা কারীদের জানাই কুর্নিশ। সব শেষে দৃষ্টিহীন প্রিয়াংকা গাইল - মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি আমরাও দিতে পারি-