Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারীদের স্বপ্নতরী দৈনিক সেরা লেখনি সম্মান

*★ পরম্পরা ★*

অতঃপর চৈতালি মেঘ
কালের করাল গ্রাসে
বিষণ্ণতায় পড়ছে ঢলে
বাঁধনহারা ত্রাসে।

সমুদ্র আজ পণ করেছে
বিপুল নোনাজলে
অসঙ্কোচে তুলবে ঢেউ
চোখের কাজলে।

রাত পেরিয়ে বৈশাখী রোদ
মাটির বুকে নেমে
লাগামছাড়া হতে চেয়েও
রইলো খানিক থেমে।

নে…


*★ পরম্পরা ★*

অতঃপর চৈতালি মেঘ
কালের করাল গ্রাসে
বিষণ্ণতায় পড়ছে ঢলে
বাঁধনহারা ত্রাসে।

সমুদ্র আজ পণ করেছে
বিপুল নোনাজলে
অসঙ্কোচে তুলবে ঢেউ
চোখের কাজলে।

রাত পেরিয়ে বৈশাখী রোদ
মাটির বুকে নেমে
লাগামছাড়া হতে চেয়েও
রইলো খানিক থেমে।

নেই তো হেথায় চিরন্তনী
বর্ষশুরুর গান
অলক্ষ্যে কেউ দ্বার এঁটেছে
নেইকো আহ্বান।

ডাকছে তখন দু-হাত মেলে
বিজন বনের জুঁই
বলছে আয় নতুন বছর
একটু তোরে ছুঁই।

হিমালয়ের শান্ত নীড়ে
শুনিস নে কি শোর !
এই ভুবনে তেমন করে
হয় না কোমল ভোর!

বর্ষ শেষের দিনগুলো তাই
নিঠুর ক্যালেন্ডারে
অগোচরেই বিদায় নিলো
বিনা আড়ম্বরে।

......শম্পা