করোণা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সুরক্ষা,লকডাউনে বিপর্যস্ত মানুষদের সমস্ত রকম সাহায্য প্রদানের দাবীতে 'দাবী দিবস' পালন করল পূর্ব মেদিনীপুর জেলা এসইউসিআই এর প্রতিনিধিরা। এছাড়াও এদিন পূর্ব…
করোণা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সুরক্ষা,লকডাউনে বিপর্যস্ত মানুষদের সমস্ত রকম সাহায্য প্রদানের দাবীতে 'দাবী দিবস' পালন করল পূর্ব মেদিনীপুর জেলা এসইউসিআই এর প্রতিনিধিরা। এছাড়াও এদিন পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন দেয়। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দাবি, খাওয়া-দাওয়া এবং বাসস্থানের ব্যবস্থা করা। করোণা ভাইরাসে আক্রান্ত দের নমুনা পরীক্ষা কেন্দ্র জেলায় চালু করতে হবে। এছাড়াও 'প্রচেষ্টা' প্রকল্প সুষ্ঠুভাবে কার্যকারী করতে হবে। এস ইউ সি আই এর রাজ্য কমিটির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে জেলাশাসক মহকুমা শাসক এবং ব্লকের ভিডিও দের কাছে এই ডেপুটেশন তুলে দেওয়া হয়। সেইমতো আজ পূর্ব মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে অতিরিক্ত জেলা শাসকের হাতে ডেপুটেশন তুলে দেয় এস ইউ সি আই এর প্রতিনিধিরা।