Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডিমারি হাটে "নো মাস্ক, নো সেল"

করোণা সংক্রমণ রুখতে বাইরে বেরোলেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু অনেকেই এখনও তা মানছে না। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছেন ডিমারি হাটের ব্যবসায়ীরা।তারা ক্রেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাস্ক না পড়লে তাদের জিনিস…


করোণা সংক্রমণ রুখতে বাইরে বেরোলেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু অনেকেই এখনও তা মানছে না। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছেন ডিমারি হাটের ব্যবসায়ীরা।তারা ক্রেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাস্ক না পড়লে তাদের জিনিসপত্র বিক্রি করা হবে না। ডিমারি হাটে ঢুকতেই নজরে এলো, সেখানে লেখা রয়েছে "নো মাস্ক, নো সেল". অনেকেই মাস্ক না পড়েই বাজার হাটে ভিড় করছেন। ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন সবজি বিক্রেতারা। সেই কারণে তমলুকের ডিমারি হাটে লেখা হয়েছে "নো মাস্ক, নো সেল". প্রসঙ্গত, গত ৯ এপ্রিল জেলা প্রশাসক নির্দেশ দেন, পূর্ব মেদিনীপুরের আদি চারটি হাট সচল রাখতে হবে। ডিমারি হাট অত্যন্ত পুরনো একটি হাট। আগে অত্যন্ত কম জায়গায় এই হাট্ টি বসত,যার ফলে সাধারণ মানুষের ভিড় জমত প্রচুর।কিন্তু বর্তমানে করোনা ভাইরাস এর জন্য ভিড় করা যাবে না বাজারে ,এমনই নির্দেশিকা জারি হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই নির্দেশিকা কে মাথায় রেখেই ডিমারি স্কুলের সামনের মাঠে স্থানান্তরিত করা হয়েছে ডিমারি হাট টিকে, এমনটাই জানান শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম সাহু।  সবজি বিক্রেতা দের তরফ থেকে বাজার করতে আসা মানুষকে বারবার জানানো হচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পড়ে তবেই যেন বাজারে আসেন। মানুষকে সচেতন করতে সর্বোপরি করোনা কে মোকাবিলা করতে মাস্ক পড়া বাধ্যতামূলক বলেই মনে করছেন বিক্রেতারা। আগামী ৩রা মে পর্যন্ত ডিমারি হাই স্কুল মাঠে এই বাজার বসবে।