লকডাউনে মদের দোকান বন্ধ থাকায় তাল গাছের রস 'তাড়ি' বিক্রি বেড়েছে গ্রামে। গ্রামে হানা দিলো তমলুক থানার পুলিশ।।
করোনা ভাইরাস থেকে বাঁচতে চলছে লকডাউন। সেই লকডাউন এর কারণে সারা রাজ্য জুড়ে মদ দোকান বন্ধ। ফলে সূরা প্রেমীরা …
লকডাউনে মদের দোকান বন্ধ থাকায় তাল গাছের রস 'তাড়ি' বিক্রি বেড়েছে গ্রামে। গ্রামে হানা দিলো তমলুক থানার পুলিশ।।
করোনা ভাইরাস থেকে বাঁচতে চলছে লকডাউন। সেই লকডাউন এর কারণে সারা রাজ্য জুড়ে মদ দোকান বন্ধ। ফলে সূরা প্রেমীরা মদ না পেয়ে বাধ্য হয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে তাল গাছের রস থেকে তৈরি 'তাড়ি' খাওয়ার জন্য।
তমলুক থানার পাকুড়িয়া গ্রামে বেশ কয়েকটি বাড়ি তাদের তালগাছের রস থেকে তাড়ি তৈরি করছে। সেই তাড়ি খেতে দূরদূরান্ত থেকে যুবকরা আসছে পাকুরিয়া গ্রামে। তমলুক থানার পুলিশ খবর পেয়ে শনিবার সকালে হানা দেয় ওই গ্রামে। বেশ কয়েকটি বাড়ি তল্লাশি চালালেও পুরুষ ব্যক্তিদের দেখা না মেলায় ফিরে আসতে বাধ্য হয় তমলুক থানার পুলিশ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গেলে তাদের কাজে বাধা দেন তমলুক থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ দিনের পর দিন তাল গাছের রস থেকে তারি তৈরি করে বিক্রি করছেন গ্রামের বেশ কয়েকজন। বারে বারে বলা সত্ত্বেও তাড়ি বিক্রি বন্ধ করেননি। লকডাউন এর সময় বাইরে থেকে এইভাবে যুবকরা গ্রামে জড়ো হলে করোনা ভাইরাসের আক্রান্তের সম্ভাবনা থেকেই যায়।