Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার ফলে গতকাল থেকে অতিবর্ষনের ফলে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি আশঙ্কা ধানের

ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার ফলে গতকাল থেকে অতিবর্ষনের ফলে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি আশঙ্কা ধানের। বিশেষ করে কোলাঘাট এলাকার বৃন্দাবন চক অঞ্চলের ঘোল চাপদা  গ্রাম, পরমানন্দপুর, গোবিন্দ চক, দেউলবাড় সহ কয়ে…


ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার ফলে গতকাল থেকে অতিবর্ষনের ফলে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি আশঙ্কা ধানের। বিশেষ করে কোলাঘাট এলাকার বৃন্দাবন চক অঞ্চলের ঘোল চাপদা  গ্রাম, পরমানন্দপুর, গোবিন্দ চক, দেউলবাড় সহ কয়েকটি গ্রামের ধান নষ্ট হয়েছে। লকডাউন এর ফলে কৃষি শ্রমিকের অভাব রয়েছে। তার ফলে এমনিতেই বন্ধ ছিল ধান কাটার কাজ। গতকাল থেকে সেই কাজ শুরু হলেও হঠাৎ করে বৃষ্টির ফলে থমকে যায় কাজ। ফলে যারা ধান কেটে জমিতে রেখেছিলেন সেই সব ধান নষ্ট  হয়ে গেছে জলে ভিজে। এমনিতেই লকডাউনের জেরে শ্রমিক পাওয়ার সমস্যা তার ওপর গতকাল থেকে টানা বৃষ্টির জেরে সমস্যায় কৃষকরা। বাধ্য হয়ে  নিজেরাই বাড়ির লোকজনদের নিয়ে কোনোরকমে ফসল বাড়িতে তোলার চেষ্টা করছেন। এই অবস্থায় কৃষকদের শষ্য বীমার আওতায় ক্ষতিপুরনের দাবি জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা কৃষক সংগ্রাম পরিষদ।