Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা -৬
কবিতা--আরও একবার
কলমে--পারমিতা চ্যাটার্জী
তারিখ ১৪/৪/২০

কতদিন আকাশটা মেঘশূণ্য
বৃষ্টি বিহীন,
মনের কথামালা যা ভিজে গিয়েছিল
সেদিন বৃষ্টিতে,
আজ শুকনো বাতাসের দোলায়
তা শুকিয়ে গেছে।
তবু চোখ চেয়ে থাকে আকাশের বু…


সাপ্তাহিক প্রতিযোগিতা -৬
কবিতা--আরও একবার
কলমে--পারমিতা চ্যাটার্জী
তারিখ ১৪/৪/২০

কতদিন আকাশটা মেঘশূণ্য
বৃষ্টি বিহীন,
মনের কথামালা যা ভিজে গিয়েছিল
সেদিন বৃষ্টিতে,
আজ শুকনো বাতাসের দোলায়
তা শুকিয়ে গেছে।
তবু চোখ চেয়ে থাকে আকাশের বুকে
যদি হঠাৎ কালো মেঘ এসে ঢেকে দেয় সব,
যদি প্রবল কাল বৈশাখী ঝড়ে
এলোমেলো হয়ে সব ঝরে পড়ে,
যদি আচমকা বৃষ্টিতে ভিজে
সব একাকার হয়ে যায়,
তবে কি মনটা আরও
একবার ভিজে যাবে,
আরও একবার ভেজা পথ দিয়ে
আমরা কি হেঁটে যাব
ভালোবাসার সেই অর্নিদৃষ্ট দিন খুজে পেতে।।