Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হোম ডেলিভারিতে মিলবে চপ পকোড়া সহ নানা তেলেভাজা

লকডাউনে অভিনব উদ্যোগ এবার হোম ডেলিভারিতে মিলবে চপ পকোড়া সহ নানা তেলেভাজা।

বাঙালীর মুড়ির মেনুতে চপ পকোড়া কিংবা বেগুনি নানারকম তেলে ভাজার যোগান হলে তার স্বাদটাই আলাদা। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কের দেশজুড়ে চলা  লকডাউনের জেরে বন্ধ …



লকডাউনে অভিনব উদ্যোগ এবার হোম ডেলিভারিতে মিলবে চপ পকোড়া সহ নানা তেলেভাজা।

বাঙালীর মুড়ির মেনুতে চপ পকোড়া কিংবা বেগুনি নানারকম তেলে ভাজার যোগান হলে তার স্বাদটাই আলাদা। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কের দেশজুড়ে চলা  লকডাউনের জেরে বন্ধ এই সমস্ত খাওয়ার দোকান। আর সেই সমস্ত মানুষজনদের কাছে মুশকিল আসান হতে নিজ উদ্যোগে তেলে ভাজা হোম ডেলিভারী দিচ্ছে এক দোকানদার।পশ্চিমমেদিনীপুরের ডেবরা বাজার এলাকায় এই ব্যবস্থা করলেন এক যুবক। ফোনেই হচ্ছে বুকিং। ৩০ মিনিটের মধ্যে বাড়ীতে পৌঁছে যাবে আলু চপ,বেগুনি,ডিমের চপ সহ সমস্ত রকমের তেলেভাজা । সকাল থেকে ওর্ডার নেওয়া হবে ২৪ ঘন্টাই। ডেলিভারী হবে প্রতিদিন সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে। হোম ডেলিভারীর জন্য  ইতিমধ্যে সরকারী যা অনুমতি লাগে  তা নিয়েই এই সময়ে হোম ডেলিভারি দিতে চায় ওই দোকানদার। তবে দাম একটু পড়বে বেশি।কিন্তু তাতে সমস্যা নেই ক্রেতাদের। এই বাজারে মুড়ির সাথে গরম তেলেভাজা পাতে আসতে এইটুকুতো মেনেই নেওয়া যায়।