Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া হাজরা মোড় মৈত্রী ভূমি ক্লাব মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রাণ তহবিলে চেক দিলেন

বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোটাই মূল কাজ। সেই কারণেই হলদিয়া হাজরা মোড় মৈত্রী ভূমি ক্লাবের কয়েকজন সদস্য মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রাণ তহবিলে আজ 50 হাজার টাকার চেক তুলে দিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ এর হাতে। …


বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোটাই মূল কাজ। সেই কারণেই হলদিয়া হাজরা মোড় মৈত্রী ভূমি ক্লাবের কয়েকজন সদস্য মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রাণ তহবিলে আজ 50 হাজার টাকার চেক তুলে দিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ এর হাতে। দু'চারদিনের মধ্যেই প্রায় 200 থেকে 300 দুস্থ পরিবার দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেবেন এমনটাই জানালেন হাজরা মোড় মৈত্রী ভূমি ক্লাবের সম্পাদক আশীষ কুমার হাজরা। 
হলদিয়ার হাজরা মোড় মৈত্রী ভূমি জাঁকজমকভাবে দুর্গোৎসব করে থাকে। সাড়ম্বরে গতবার 50 বছর দুর্গোৎসব পালন করেছে। আগামী দিনে দূর্গোৎসব কি ভাবে পালন হবে তা কেউই জানে না। সারা বিশ্বজুড়ে করোনাভাইরাস এর দাপট চলছে। এই মুহূর্তে সারা ভারতবর্ষজুড়ে চলছে লকডাউন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং করোনা ভাইরাসের মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিল হলদিয়ার হাজরা মোড় মৈত্রী ভূমি।