মুর্শিদাবাদ থেকে তমলুকে এসেছিল বেশ কয়েকজন হকার, ফেরিওয়ালা, শ্রমিক। করোনাভাইরাস এর ফলে গোটা ভারতবর্ষজুড়ে লকডাউন ঘোষণার পরেই আটকে যায় এইসব হকার ফেরিওয়ালার শ্রমিকরা। প্রথম পর্যায়ে 21 দিন লকডাউন শেষ হলেও পরবর্তী দ্বিতীয় পর্যা…
মুর্শিদাবাদ থেকে তমলুকে এসেছিল বেশ কয়েকজন হকার, ফেরিওয়ালা, শ্রমিক। করোনাভাইরাস এর ফলে গোটা ভারতবর্ষজুড়ে লকডাউন ঘোষণার পরেই আটকে যায় এইসব হকার ফেরিওয়ালার শ্রমিকরা। প্রথম পর্যায়ে 21 দিন লকডাউন শেষ হলেও পরবর্তী দ্বিতীয় পর্যায়ে ৩রা মে পর্যন্ত লকডাউন চলবে। তমলুক শহরে মুর্শিদাবাদ থেকে আসা শ্রমিকরা আটকে পড়ায় স্থানীয় কয়েকজন জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করে।যেসব পরিযায়ী শ্রমিকরা তমলুক শহরে আটকে পড়েছে তাদের মুর্শিদাবাদ পৌঁছে দেওয়ার আবেদন করা হয়। শনিবার তমলুক শহরে প্রায় 35 জন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পরে সরকারি বাসে করে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেয়। তমলুক থানা এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়ার ফলে শ্রমিকরা উচ্ছ্বসিত।