পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে করোনা পজিটিভ ধরা পড়ায় বেসরকারি নার্সিংহোম জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বন্ধ হওয়ার পরে রবিবার জীবানুমুক্তের কাজ শুরু করল তমলুক দমকল বিভাগ।
গত ১৯ - ২০ এপ্রিল পাঁশকুড়া থেকে নুরজাহান বিবি নামে…
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে করোনা পজিটিভ ধরা পড়ায় বেসরকারি নার্সিংহোম জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বন্ধ হওয়ার পরে রবিবার জীবানুমুক্তের কাজ শুরু করল তমলুক দমকল বিভাগ।
গত ১৯ - ২০ এপ্রিল পাঁশকুড়া থেকে নুরজাহান বিবি নামে এক মহিলা অসুস্থ হয়ে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্যের অবনতি হলে ওই নার্সিংহোমে চিকিৎসক রোগীকে কলকাতা স্থানান্তরিত করার নির্দেশ দেন। সেইমতো কলকাতার এম আর বাঙ্গুর হসপিটাল ওই মহিলাকে ভর্তি করা হয়। গতকাল করোনা ভাইরাসের পজিটিভ পাওয়া যায় নমুনায়। ওই মহিলা রোগী তমলুক শহরে যে নার্সিংহোমে ভর্তি ছিল তা জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ আসার পরেই শনিবার রাতে সমস্ত রোগীদের বের করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। এবং নার্সিংহোম বন্ধ করে দেওয়া হয়। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত নার্সিংহোম বন্ধ থাকবে জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ। অবিলম্বে নার্সিংহোম কে জীবাণুমুক্ত করতে হবে এবং নার্সিংহোমের সমস্ত নার্স এবং স্টাফদের নার্সিংহোমের মধ্যেই থাকতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর।উল্লেখ্য এর আগেও তমলুক শহরের তিনটি নার্সিংহোম কে বন্ধ করে দিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর।ঐ নার্সিংহোম গুলোতে করোনাভাইরাস পজিটিভ রোগীদের চিকিৎসা করেছিল। আবারো তমলুক শহরে নার্সিংহোম বন্ধ হওয়ায় এলাকাবাসী আতঙ্কিত।