#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_৬
#কবিতা
#ব্যক্ত_অব্যক্ত
#বীরেন_আচার্য্য
#২রা_বৈশাখ_১৪২৭
ব্যক্ত - অব্যক্ত
-------------------
কবিতা ! তুমি আমার ভাবনার নিত্যসঙ্গিনী -
কেন তবু রহস্যময়ী চেতনার ছায়াপথে ?
কখনো তুমি ব্যক্তা , কখনো অব…
#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_৬
#কবিতা
#ব্যক্ত_অব্যক্ত
#বীরেন_আচার্য্য
#২রা_বৈশাখ_১৪২৭
ব্যক্ত - অব্যক্ত
-------------------
কবিতা ! তুমি আমার ভাবনার নিত্যসঙ্গিনী -
কেন তবু রহস্যময়ী চেতনার ছায়াপথে ?
কখনো তুমি ব্যক্তা , কখনো অব্যক্তা
বাক্ অবাকের সবাক শৃঙ্গারে একান্তে
তোমার সহবাস ভাবনার বিছানায় ।
যুগে যুগে অনন্ত আলোকাভিসারে
তবু যেন কত অপরিচিতা তুমি ;
ব্যক্ত - অব্যক্তের রসের মন্থনে
তোমাকে খোঁজা ভাবনার পারিজাতে -
ছিন্ন বীণায় সুর তোলা নিশিদিন ।
ভাবের ঘরে শব্দের সিঁড়ি বেয়ে
ভাষা - ছন্দ - অলংকারের শিঞ্জনে
ঘুমন্তপুরীর রাজকন্যাকে সোনার কাঠিতে
জাগিয়ে তোলার চেষ্টা অহরহ;
ভাবের ঘরের বড় অভাবী পথিক আমি -
তবুও বাক্ - অবাকের ছন্দ বন্ধনে
গেঁথে যাই মালা নিশিদিন শুধু তোমারই
ব্যক্ত - অব্যক্তের মনন দ্বীপে ।