সাপ্তাহিক পর্ব 6
বিভাগ- কবিতা
আমার কবিতা
"কাল আমি"
অমল কুমার ব্যানার্জী
14/04/2020
(লেখা-03/04/2020)
---------------------------------------------------------
অদৃশ্য যোদ্ধা কে তুমি আড়ালে যুদ্ধ কর ?
মেঘনাদ সে তো অদৃশ্য …
সাপ্তাহিক পর্ব 6
বিভাগ- কবিতা
আমার কবিতা
"কাল আমি"
অমল কুমার ব্যানার্জী
14/04/2020
(লেখা-03/04/2020)
---------------------------------------------------------
অদৃশ্য যোদ্ধা কে তুমি আড়ালে যুদ্ধ কর ?
মেঘনাদ সে তো অদৃশ্য মেঘের আড়ালে,
আমার অস্ত্র নিশ্চুপ আজ তব সন্ধানে।
সৃষ্টির ইতিহাসে কলমের হাতেখড়ি বহু যুগ আগে,
স্রষ্টা সে তো নয়, সে তো শুধু ব্যক্ত করে সৃষ্টির পরিচয়, সভ্যতা মাঝে অসভ্যতা আজ মহাগৈরবে।
কলম সে যে আজ বদ্ধ ঘরে, আর বিদ্রোহ নায়,
আমি ধ্বংসের পথে, নেই কোন পরোয়ানা,
আমার কলম দায়বদ্ধ ভবিষ্যতের কাছে।
আমার কবিতা ইতিহাস লিখে রক্তের অক্ষরে,
আগত দিনের যুব সমাজ দেখবে সেই নগ্নতা,
কি দেবে উত্তর, কি দেবে বিশ্লেষণ ?
প্রশ্ন যখন সন্দেহের করাতে শাণিত,
উত্তর কি দেবে তুমি ভবিষ্যতের দূত ?
আকাশে বাতাসে বারুদের গন্ধ,
শহীদ বেদীর রক্ত আওয়াজ দেয়,
কে তুমি নির্জনে জীবন্ত জ্বালামুখী ?
উত্তর আসে, অদৃশ্য যোদ্ধার কাল আমি,
বসে আছি তার পথ চেয়ে।
অমল কুমার ব্যানার্জী
Copy right reserved
03/04/2020