Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_০৬.
#বিভাগঃ কবিতা ১৪/৪/২০২০.
#নামঃ উপক্রমণিকা

#কলমেঃ মধুপর্ণা বসু

আমি ফিরে আসবো,অসুখের শেষে,
ঘোড়ার ক্ষুরের শব্দ দীর্ঘ অবকাশে মিলিয়ে যাক,
এখনো তারা যুদ্ধ ক্ষেত্রে অদৃশ্য শত্রুর বিপক্ষে যুযুধান-
আমরা নি…


#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_০৬.
#বিভাগঃ কবিতা ১৪/৪/২০২০.
#নামঃ উপক্রমণিকা

#কলমেঃ মধুপর্ণা বসু

আমি ফিরে আসবো,অসুখের শেষে,
ঘোড়ার ক্ষুরের শব্দ দীর্ঘ অবকাশে মিলিয়ে যাক,
এখনো তারা যুদ্ধ ক্ষেত্রে অদৃশ্য শত্রুর বিপক্ষে যুযুধান-
আমরা নিরুপায়, হাত তুলে দেবার উপায় নেই,
কাল আয়ুরেখা বরাবর ইস্পাতের শকট  গেছে
ফালাফালা করেছে, কণ্ঠনালী, হৃদয়, ফুসফুস।
শেষ বনৌষধি খুঁজে চলেছে অশ্বিনী তার দৈবচয়ন সন্ধানে।
যদিও শুশ্রূষা ভীষণ অপ্রতুল, বিশল্যকরণী অসংরক্ষণে নিরুদ্দিষ্ট,
জমিতে ফুটিফাটা খরায় কালবৈশাখী ক্ষীণ,
পর্বতের এলোমেলো পাকদণ্ডী বেয়ে নেমে আসে বুভুক্ষু শ্বাপদের পাল, ছিঁড়ে নেবে রুগ্ন মেষ শাবকের ফুসফুস.........
তবুও নিশ্চিত জেনো,আমি ফিরবোই ক্রান্তি শেষে, জড়িবুটি  মন্ত্রের অমোঘ খবর নিয়ে।
এই গাছেদের, পাহাড়ের, ঝর্ণা, মেঘের অদৃশ্য পথ ধরে আমি নতুন সবুজবীথি সাজিয়ে দেবো, আমাদের ভালোবাসার বিস্তীর্ণ গালিচায়।