বিভাগ - কবিতা
শিরোনামঃ - দেওয়া নেওয়া
কলমে- প্রদীপ কুন্ডু
তারিখ -২৮-০৪-২০২০
শূন্য মরুভূমি শুকনো বালুতটে
মরীচিকার অদৃশ্য টানে
তপ্তবালু রাশি মেখে
হৃদয়ের খেলা চলে
শহরের বুকে।
গ্রীষ্মের প্রখর রোদের মাঝে
একবিন্দু জলের খোঁজে
নির্জন …
বিভাগ - কবিতা
শিরোনামঃ - দেওয়া নেওয়া
কলমে- প্রদীপ কুন্ডু
তারিখ -২৮-০৪-২০২০
শূন্য মরুভূমি শুকনো বালুতটে
মরীচিকার অদৃশ্য টানে
তপ্তবালু রাশি মেখে
হৃদয়ের খেলা চলে
শহরের বুকে।
গ্রীষ্মের প্রখর রোদের মাঝে
একবিন্দু জলের খোঁজে
নির্জন কোনো দুপুরে
তৃষ্ণার্ত এক কাক
যেনো ডাকে।
নিভৃতে গোপনে শহরের কিনারে
হারিয়ে যায় নির্জনতার ভিড়ে
দূর থেকে আরো দূরে
ক্লান্ত পথের ধারে
জনতার ভিড়ে।
সমুদ্রের ঢেউয়ের গভীর গর্জনে
কখনো জোয়ার ভাটার টানে
ভেসে আসে খড়কুটো
দূর থেকে দূরে
আরো দূরে।
প্রকৃতির সবুজ ঘেরা ওই বুকে
হৃদয়ের দেওয়া নেওয়া চলে
বিষাক্ততার বিষ মেখে
স্বপ্ন ভাঙার পটে
সকাল সাঁঝে।