ভুলের বৃত্তান্ত
চৈতি চক্রবর্তী
মাত্রাবৃত্ত 4+4+4+4
27-4-2020
ভুলে ভরা ইতিকথা জীবনের যত ব্যথা
ভালোবাসা মিছে আশা মুখে শুধু নেই ভাষা,
কেঁদে মরে একা একা তবু তার নেই দেখা
বেদনায় ভরা প্রাণে জীবনের নেই মানে।
মায়াভরা চোখ ছিল সেই চোখ ব…
ভুলের বৃত্তান্ত
চৈতি চক্রবর্তী
মাত্রাবৃত্ত 4+4+4+4
27-4-2020
ভুলে ভরা ইতিকথা জীবনের যত ব্যথা
ভালোবাসা মিছে আশা মুখে শুধু নেই ভাষা,
কেঁদে মরে একা একা তবু তার নেই দেখা
বেদনায় ভরা প্রাণে জীবনের নেই মানে।
মায়াভরা চোখ ছিল সেই চোখ ব্যথা দিলো
কেঁদে আজ কূল হারা বেদনার স্মৃতি তারা
মনে ছিল বিষ ভরা শেষে এসে দিলো ধরা
এতদিনে ঘোচে ভ্রম বৃথা যায় সব শ্রম।
মায়াভরা চাঁদ সাথী জেগে ছিলো সারারাতি
সুখ ছিলো আঁচলেতে আজ সে যে আলেয়াতে
ভাবি বসে নিরালাতে ভুল ছিলো হিসাবেতে
সময়ের করাঘাতে চলে গেছে সুদূরেতে।
বেহাগের সুর বাজে নেই মন কোনো কাজে
স্মৃতি যেন হাতছানি পরশেতে নেই বাণী
হায় কেন গেল সে যে অন্যের প্রিয়া সেজে
অসহায় চোখ কাঁদে প্রেম প্রীতি গেছে বাদে।
নীরবেতে আজ তাই বিরহের গান গাই
ভাবি বসে কত দুখে হাসি ছিলো সেই মুখে
আজ তবে কেন গেল কি এমন সুখ পেলো
পিছে ফেলে সব আশা বোবা হয়ে কাঁদে ভাষা।