শিরোনাম....বিলম্বিত আঁধারে
কলমে....শম্পা চট্টোপাধ্যায়
২৮/০৪/২০২০
আসন্ন বিকেলে ছাদের কার্ণিশে পরিত্যক্ত দিগন্তরেখায়,
আঁধার ছুঁয়ে জেগে আছে রক্তিম আভা।
ছুঁয়ে আছে বাকি থাকা একগুচ্ছ রঙিন বিকেল।
কিছু রূপ কিছু রস।
হঠাৎ আধস্মৃতি চোখ মেল…
শিরোনাম....বিলম্বিত আঁধারে
কলমে....শম্পা চট্টোপাধ্যায়
২৮/০৪/২০২০
আসন্ন বিকেলে ছাদের কার্ণিশে পরিত্যক্ত দিগন্তরেখায়,
আঁধার ছুঁয়ে জেগে আছে রক্তিম আভা।
ছুঁয়ে আছে বাকি থাকা একগুচ্ছ রঙিন বিকেল।
কিছু রূপ কিছু রস।
হঠাৎ আধস্মৃতি চোখ মেলে-
অপক্কহাতের কারুকার্যে লেখা চিরকুট দেখি তোমার হাতে !
লেখা যাতে অফুরন্ত বসন্ত দিন,
দু'চোখে অকাল বসন্তের স্বরলিপি,
আদুরে সংলাপে প্রেমের আবৃত্তি।
কিছু ক্ষণে যার মিশে আছে অবাধ্য শৈশব গন্ধ,
আছে মিশে ভালোবাসার একাগ্রতা।
এক মুহূর্তে নীরব হলো যেন নিশ্বাসও।
বুকের পাঁজরে বাম পাশেতে বেদনার্ত নীলচে খামে-
রোজই আতস কাচ ঘঁষে খুঁজি নিজস্বতা !
তুমিহীন আমি'র মাঝে দেখি অমূল্য স্মতিমাখা স্বপ্নসুখ।
পাললিক শয্যার জীবাশ্মে হলুদ স্বপ্নের চাষ।
কবিতায় মুখ গোঁজা অক্ষরগুলি -
কত রাত জেগে থাকার পর আজ ফিরে পেয়েছে বুঝি চিত্রপট !
কাস্তে চাঁদের আঁচে নীলচে উঠোনে -
গদ্যদিনের অগোছালো প্রশ্ন কবিতায় পেতেছে আসন।