দিন রাত ধরে কাজ করে চলেছে তমলুক থানার পুলিশ। সেই পুলিশ দের যাতে করোনা ভাইরাসে সংক্রমিত না হয় তার জন্য তমলুক থানায় রাসায়নিক দিয়ে জীবাণুমুক্ত করল দমকল বাহিনী। পাশাপাশি তমলুক থানার পুলিশ যে ব্যারাকে থাকে সেই ব্যারাক ও জীবাণুমুক…
দিন রাত ধরে কাজ করে চলেছে তমলুক থানার পুলিশ। সেই পুলিশ দের যাতে করোনা ভাইরাসে সংক্রমিত না হয় তার জন্য তমলুক থানায় রাসায়নিক দিয়ে জীবাণুমুক্ত করল দমকল বাহিনী। পাশাপাশি তমলুক থানার পুলিশ যে ব্যারাকে থাকে সেই ব্যারাক ও জীবাণুমুক্ত করা হয়। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক এর অফিস জীবাণুমুক্ত করা হয়। এছাড়াও তমলুকের সাইবার ক্রাইম থানা অফিসে জীবাণুমুক্ত করা হয়। প্রতিনিয়ত প্রচুর মানুষের আনাগোনা হয় এইসব থানা এলাকাগুলোতে। ফলে যেকোনো সময় করনা ভাইরাসের আক্রান্ত হতে পারে পুলিশ সেই কথা মাথায় রেখেই এই জীবাণুমুক্ত করার উদ্যোগ। পূর্ব মেদিনীপুর জেলাকে ইতিমধ্যেই রেড জোন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।