সাপ্তাহিক পর্ব 6
15/4/2020
#গরীবের #পাত
অমল ভট্টাচার্য্য
-------------------------
কল্পনাতীত ভাবে পৃথিবী আজ রক্তাক্ত।
হিংসা, বিদ্বেষ আর ভোগবাদে সম্পৃক্ত।।
ছায়া যুদ্ধের বার্তা কিংবা যুদ্ধের সাজ।
পঙ্গু করেছে বিশ্ব অর্থনীতির ঝাঁজ…
সাপ্তাহিক পর্ব 6
15/4/2020
#গরীবের #পাত
অমল ভট্টাচার্য্য
-------------------------
কল্পনাতীত ভাবে পৃথিবী আজ রক্তাক্ত।
হিংসা, বিদ্বেষ আর ভোগবাদে সম্পৃক্ত।।
ছায়া যুদ্ধের বার্তা কিংবা যুদ্ধের সাজ।
পঙ্গু করেছে বিশ্ব অর্থনীতির ঝাঁজ ।।
গরীবের সংজ্ঞা আজও হলোনা ব্যক্ত।
গরীবের ব্যাথা রয়ে গেছে অব্যক্ত।।
বিশ্বসংসারে গরীবেরাই আপদ।
ভোটের বাক্সে তারাই ঘটায় বিপদ।।
বিজ্ঞানে উন্নতি হয়েছে যথেষ্ট ।
তবুও গরীবের পাতে সেই উচ্ছিষ্ট।।
ধর্মের মানে আজ বোঝে কতজনে ?
নানা অস্ত্র আজ শোভিত ধর্মের আসনে।।
মানবিকতার উচ্চ শিখরে আহরণের নাম ধর্ম।
মানবিক কল্যাণে করতে শেখায় কর্ম।।
নারী দ্বারা নারীশক্তি হচ্ছে লাঞ্ছিত।
এমন কর্ম ধর্মে অবাঞ্ছিত।।
কিছু জন ক্ষমতার লালসায় উন্মত্ত উন্মাদ।
শিক্ষিত জন ক্ষমতায় গুনছে প্রমাদ।।
মানবিক শিক্ষা যেদিন হবে সম্পন্ন।
গরীবের পাতেও সেদিন থাকবে অন্ন।।
------------------------------------------------------------