Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল-কাব্য-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা -সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--০৬
বিভাগ--কবিতা---------
---- বিরহীর বেদনা------------
কলমে--দীপক বিশ্বাস
১৪/০৪/২০২০

কে তুমি নন্দিনী নন্দনকাননে
আপ্লুত---শ্রাবণ বাদলে
অবগুণ্ঠনে---যেন এক মৃন্ময়ী
বারি মোতি ঝরে আঁচলে।

বিরহ বেদনা -কে আর…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--০৬
বিভাগ--কবিতা---------
---- বিরহীর বেদনা------------
কলমে--দীপক বিশ্বাস
১৪/০৪/২০২০

কে তুমি নন্দিনী নন্দনকাননে
আপ্লুত---শ্রাবণ বাদলে
অবগুণ্ঠনে---যেন এক মৃন্ময়ী
বারি মোতি ঝরে আঁচলে।

বিরহ বেদনা -কে আর বুঝবে
বিরহী সে যায় কেঁদেই
প্রভাত সূর্যের- কিরণে হেরেই
অন্তর উঠিছে মেতেই।

ভুলে বিরহের--- বেদনা সকল
প্রকৃতির সাথে মেতেছে,
নতুন আনন্দে-মনের আবেগে
অপরূপ রূপে দেখেছে।

বিটপী লতায় ফুটে আছে ফুল
নয়নের তৃষ্ণা মেটায়,
দলবেঁধে মেঘ আসে আর যায়
তালে তালে বারি ঝরায়।

দীঘি ভরা জল---করে টলমল
পেয়ে তাঁর রূপের ছটা
মেঘ উল্লাসের----বরিষণ করে
ছেয়ে ঘনঘোর ঘটা।

প্রকৃতি সেজেছে---নব বধূ সম
শ্রাবণের বারি ধারায়
মানব জীবন -----সফল হয়েছে
বাঁধিয়ে স্নেহের মায়ায়।।